11-01-2021, 11:45 AM
(10-01-2021, 09:33 PM)pinuram Wrote: সব সময়ের খেলা, সব কপাল! জীবন আপেক্ষিক, কারুর কাছে কেউ ভীতু কারুর কাছে সেটাই সঠিক পথ! একবার ভাবুন, আদির কেউ নেই, মার খেয়ে পঙ্গু হলে কে দেখবে? কে আসবে সারাজীবন তার দেখা শুনা করতে? মামা মামির বয়স হয়েছে, হোঁৎকার নিজের একটা জীবন আছে তোতাপাখিকে নিয়ে, এরপরে ওর সংসার বাড়বে! একজন কে অতি সহজে ভীতু বলে দেওয়া যায়! বিবেক বুদ্ধির কাছে অনেক সময়ে হৃদয়ের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হয়! তবে কি জানেন, এইযে আপনারা আদিকে নিয়ে চুল চেরা বিচারে বসে গেছেন, এই ভালোবাসা টুকুই পিনুরামের পুরস্কার! অলিম্পিকের সোনার পদক, অস্কার, ফ্লিম ফেয়ার এওয়ার্ড !!!!!
Reps Added +1
তবে কি জানো আমার নিজের জীবন দর্শন থেকে তোমার কানে কানে বলি আমি ও ভিতু ছিলাম কিন্তু কিছুদিন আগে একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছি সমাজ সংস্কার এর কথা মাথায় ছিলনা একদম কারন আমি প্রেমে পড়েছি ।
শুধু ধন বড় হলে চলবে না মন বড় হতে হয় ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)