10-01-2021, 11:39 PM
(10-01-2021, 10:29 PM)Suntzu Wrote: আজকে ফোরামের একটা অসম্পূর্ণ গল্পের কথা মনে পড়লো। গল্পের প্লটটা খুব ইন্টারেস্টিং। আপনিও পড়েছেন বোধহয় তবে গল্পের নামটা মনে আসছে না।
প্লটটা এরকম কলকাতা থেকে দিল্লিতে একটা ছেলের মেডিকেল কলেজে চান্স পাওয়া। তার মা-বাবা নেই বোধহয়। সিনিয়রের র্যাগিং। সেটা নিয়ে তার সাথে ঝামেলা। স্তাবর্ন গার্লফ্রেন্ড। সাথে ভোলাবালা মেয়েদের সাথে ফ্ল্যাটিং করা একজন রুমমেট। মেয়েদের সাথে ফ্ল্যাটিং করলেও তার গার্লফ্রেন্ড হয়না অথচ তার বন্ধুর গার্লফ্রেন্ড তার রুমে এসে ঘুরে যায়।
গল্পের আসল মোড় ঘটে কলেজের প্রফেসরের বাড়িয়ে গিয়ে সেই প্রফেসরের একটা গ্রুপ ফটোতে তার মাকে দেখতে পাওয়া। তার মা একসময় মেডিকেল কলেজে পড়তেন এবং গান গাইতেন। ফটোফ্রেম নিয়ে প্রফেসরের সাথে ঝামেলা,এর আগেও ক্লাসের কিছু বিষয় নিয়ে প্রফেসরের সঙ্গে ঝামেলায় জড়াতে হয়েছিল। মোটামুটি এরকম। অনেকদিন আগে পড়েছিলাম সম্পূর্ণ মনেও পড়ছে না তবে গল্পের লেখনী, চরিত্র,প্লট গুলো অনেক ভালো ছিল। একটা থ্রিলার স্টোরির মতো। যদি গল্পটার লেখক বা গল্পের সন্ধ্যান দিতে পারতেন উপকার হতো। গল্পটা যদি লেখক নতুন করে শুরু করতেন খুব খুশি হতাম।
গল্পের নাম সম্ভবত "অবাধ্য আকর্ষণ", লেখক কে সেটা তো জানা নেই। গল্পটা xossip এ ছিল, এখানেও কেউ একজন পোষ্ট করেছিল।