10-01-2021, 07:58 PM
(10-01-2021, 07:48 PM)pinuram Wrote: আমি আপনাকে কিছু অর্থে সমর্থন করেছি ঠিকই আবার কিছু অর্থে সমর্থন করতে সক্ষম নয়! প্রথমত, এটা গল্প, এবং গল্পের খাতিরেই বিভিন্ন ভাবে চরিত্রের অবতারনা করা হয়! হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় ঠিক তেমনি সুমিত্রার আচরনে সমগ্র নারী জাতির চরিত্র এখানে কিন্তু কখন তুলে ধরা হয়নি! কোন নারী বা পুরুষ কি করতে পারে, সেটা একটা সামান্য চরিত্রে বোঝা সম্ভব নয়! আপনাকে আজকে একটা একদম হৃদয়ের কথা বলছি, ভালো লাগবে কি না জানি না! মা, সবার কাছে মা সত্যি খুব বড় একজন, শতকরা হয়ত ৯৯.৯৯ ভাগ, আছেন যাদের কাছে ছেলের মুখে "মা" ডাক এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে! আবার ওই যে .০১ ভাগ আছে তার মধ্যে এমন কিছু মা আছেন যারা নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়! প্রতিজ্ঞা করিয়ে নেয়, কোনদিন আমার মুখ দেখবি না! হয়, আপনি বলবেন হয় না, কিন্তু আমি বলব হয়, এমন নারী আছে এই পৃথিবীতে! সুতরাং ওই .০১ মায়ের জন্য কখন বাকি ৯৯.৯৯ মা কে অপমান করি না আমি! যাই হোক একটু বেশিই কিছু লিখে ফেললাম! কিছু মনে করবেন না !!!!!!সত্যি একটু বেশি লিখে ফেলেছো ...হয়তো
নীলপরিদি তোমায় খুব ভালোবাসে ....