10-01-2021, 07:48 PM
(This post was last modified: 10-01-2021, 07:55 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-01-2021, 01:16 PM)Nilpori Wrote: ধন্যবাদ পিনুদা, আপনি আমার বলা কথা কে সর্মথন করেছেন।
আর সুমিত্রা র দৃষ্টিকোন টা ঠিক ই বলেছেন। যদি ও রাজদীপ দা ইন্দ্র র ই গল্প লিখছেন তাই সুমিত্রা র মনোবিশ্লেষন আনেন নি, শুধু গল্প র খাতিরে তার উপস্থিতি।
কিন্তু যত ই হোক না কেন সুমিত্রার এই রকম চারিত্রিক অবনমনা সেটা ও কিন্তু মেয়ে হয়ে আমার অন্তত মনে হয়েছে যে "আমরা কি সত্যি এমন করতে পারি?" বিশেষ করে ইন্দ্র র মা সুনন্দা দেবী র ওপর হাত তোলা টা।
রাজদীপ দা please কিছু mind করবেন না, আমি এই রকম Angeles এ ভাবলাম বলে।
আমি আপনাকে কিছু অর্থে সমর্থন করেছি ঠিকই আবার কিছু অর্থে সমর্থন করতে সক্ষম নয়! প্রথমত, এটা গল্প, এবং গল্পের খাতিরেই বিভিন্ন ভাবে চরিত্রের অবতারনা করা হয়! হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় ঠিক তেমনি সুমিত্রার আচরনে সমগ্র নারী জাতির চরিত্র এখানে কিন্তু কখন তুলে ধরা হয়নি! কোন নারী বা পুরুষ কি করতে পারে, সেটা একটা সামান্য চরিত্রে বোঝা সম্ভব নয়! আপনাকে আজকে একটা একদম হৃদয়ের কথা বলছি, ভালো লাগবে কি না জানি না! মা, সবার কাছে মা সত্যি খুব বড় একজন, শতকরা হয়ত ৯৯.৯৯ ভাগ, আছেন যাদের কাছে ছেলের মুখে "মা" ডাক এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে! আবার ওই যে .০১ ভাগ আছে তার মধ্যে এমন কিছু মা আছেন যারা নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়! প্রতিজ্ঞা করিয়ে নেয়, কোনদিন আমার মুখ দেখবি না! হয়, আপনি বলবেন হয় না, কিন্তু আমি বলব হয়, এমন নারী আছে এই পৃথিবীতে! সুতরাং ওই .০১ মায়ের জন্য কখন বাকি ৯৯.৯৯ মা কে অপমান করি না আমি! আর সেই জন্য জানেন, আমার লেখা গল্পের নায়কদের বেশির ভাগের কিন্তু মা নেই, একটু খেয়াল করে দেখবেন! যাই হোক আবেগের বশে হয়ত একটু বেশিই কিছু লিখে ফেললাম! কিছু মনে করবেন না !!!!!!