10-01-2021, 04:12 PM
(10-01-2021, 03:56 PM)pinuram Wrote: সত্যি কথা বলতে কি জানেন, এই রকম প্রচুর মানুষ আছে যারা চুপচাপ পড়ে চলে যায়, বিনাপয়সায় গল্প পড়তে পারছে তো তাই তারা লেখকের কষ্ট অথবা সময়ের দাম দেয় না! এমন মানুষ দের জন্য গল্প লিখতে আর ইচ্ছে করে না ! গল্পে কমেন্ট করা না করা আপনার ব্যাপার! এর বেশি আপনাকে কিছুই আর বলব না ! এই গল্পটা এক জনের জন্য লেখা, সে পড়লেই হল! যেদিন সে বলবে, এখানে আর গল্পটা পোস্ট করবে না, সেদিন আমি এখানে গল্পটা পোস্ট করা বন্ধ করে দেব!!!!!!গল্প পরেই অনেক কিছু হয়
না পড়লে হয়তো অন্য কিছু হতো
তিতলি , পাশে বসে আমার বা হাতটা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে , কি হলো ...