10-01-2021, 03:47 PM
(10-01-2021, 10:37 AM)Mr Fantastic Wrote: তীর একবার ধনুক থেকে বেরিয়ে গেলে কিছু করার থাকবে না, তার আগেই বুধোকে বুঝতে হবে আসলে সে কি চায় - দূর্গাপুরে অন্যের দয়ায় চাকরিতে ঢুকে ঘরজামাই হয়ে একপ্রকার পুতুল হয়ে থাকা নাকি কঠিন পথ বেছে নিয়ে নিজের চেষ্টায় পায়ে দাঁড়িয়ে আপন ভালোবাসাকে বরণ করে নেওয়া। নিজের মনের দ্বিধাবোধ আর দ্বন্দ্বকে কাটিয়ে উঠে তিতলির সামনে দাঁড়াতে হবে আর সমাধান খুঁজে বের করতে হবে, নিজেদের ওপর আস্থা রাখতে হবে
অনেকে পারে অনেকে কিন্তু পারে না দাঁড়াতে! রিশু ("শেষের পাতায় শুরু") নিজের অহম বোধের জন্য কিন্তু শেষ পর্যন্ত পারেনি চন্দ্রিকাকে বিয়ে করতে! তবে হ্যাঁ, ঝিনুক এসে ওর সেই ভালোবাসা পূরণ করে দিয়েছিল! এখানে কি হবে? আদি কি দ্বিধাবোধ কাটিয়ে উঠতে পারবে নাকি ওর জীবনে অন্য কেউ আসবে? তিতলি, না সংযুক্তা নাকি কোন তৃতীয় ললনা !!!!!!