10-01-2021, 02:53 PM
(10-01-2021, 01:16 PM)Nilpori Wrote: ধন্যবাদ পিনুদা, আপনি আমার বলা কথা কে সর্মথন করেছেন।আপনার কমেন্ট পেয়েছি.... সৌভাগ্য আমার... এবার আসি গল্পের কথাতে.... আপনি এমন কেমন করে ভেবে নিলেন যে সমগ্র নারী জাতি কে আমি সুমিত্রার সাথে মিশিয়ে দিয়েছি? সুনন্দা দেবিও তো একজন নারী I আর আপনি নিজে নারী বলে অন্য যে কোনো নারী কে দোষী ভাবতে পারবেন না.... কথাটা কেমন যেন মনে হচ্ছে.... তাই না? আমরা পুরুষদের কখনোই বলতে শুনবেন না, আমি পুরুষ তাই অন্য কোনো পুরুষ টা যতই দোষ করুক... সে দোষী না I এমন হয় না.... দোষ গুন মিলিয়েই তো সংসার I আর গল্পের খাতিরেই তো সুমিত্রার মতন চরিত্র কে বাছা হয়েছে I তাই তো ইন্দ্র কষ্ট পাচ্ছে..... ওই যে বললাম.... পুরুষের চোখের জল কেউ দেখতে পারে না I কারও চোখে পড়ে না I আপনি ভালো বলে যে প্রত্যেকটি নারী ভালোই হবে.... এটা Taken for granted....কতটা যুক্তি বহন করছে.... টা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে গেলো I আর পিনুরাম সুমিত্রা কে সাপোর্ট করে বলে নি I ভালো করে পড়লেই বোঝা যাবে I এটা গল্প I এমনটাই ভাবুন প্লিস I এই গল্পের সাথে কারও কারও মিল থাকতেই পারে তবে সেটা সম্পূর্ণ কাকতলিয়I সময় নিয়ে কমেন্ট করার আর আমার কমেন্ট পড়ার জন্য অশেষ ধন্যবাদ I
আর সুমিত্রা র দৃষ্টিকোন টা ঠিক ই বলেছেন। যদি ও রাজদীপ দা ইন্দ্র র ই গল্প লিখছেন তাই সুমিত্রা র মনোবিশ্লেষন আনেন নি, শুধু গল্প র খাতিরে তার উপস্থিতি।
কিন্তু যত ই হোক না কেন সুমিত্রার এই রকম চারিত্রিক অবনমনা সেটা ও কিন্তু মেয়ে হয়ে আমার অন্তত মনে হয়েছে যে "আমরা কি সত্যি এমন করতে পারি?" বিশেষ করে ইন্দ্র র মা সুনন্দা দেবী র ওপর হাত তোলা টা।
রাজদীপ দা please কিছু mind করবেন না, আমি এই রকম Angeles এ ভাবলাম বলে।
তোমাকে খুঁজে বেড়াই