10-01-2021, 11:57 AM
বর্তমান যুগের এই একটা সমস্যা
চাকরি না করলে মুস্কিল হলো নিজের পায়ে দাড়াতে পারবে না পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে , যেমন ধরুন কোনও কারণে বিবাহিত জীবন সুখকর না হলে চাকরি হিন মেয়েরা সমস্যায় পড়ে হই তাকে বাবা বা ভাই এর ওপর নির্ভর করতে হয় সেদিকে চাকুরিরত হলে স্বাধীন হয়ে বাঁচতে পারে।
আবার অন্যদিকে চাকুরিরত হলে তাদের সন্তানদের লালনপালন করার সমস্যা, আয়দের ওপর নির্ভর করতে হই আর শিশু বেড়ে ওঠে নিজের মত। মায়ের নিরাপত্তা থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়।
চাকরি না করলে মুস্কিল হলো নিজের পায়ে দাড়াতে পারবে না পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে , যেমন ধরুন কোনও কারণে বিবাহিত জীবন সুখকর না হলে চাকরি হিন মেয়েরা সমস্যায় পড়ে হই তাকে বাবা বা ভাই এর ওপর নির্ভর করতে হয় সেদিকে চাকুরিরত হলে স্বাধীন হয়ে বাঁচতে পারে।
আবার অন্যদিকে চাকুরিরত হলে তাদের সন্তানদের লালনপালন করার সমস্যা, আয়দের ওপর নির্ভর করতে হই আর শিশু বেড়ে ওঠে নিজের মত। মায়ের নিরাপত্তা থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়।