09-01-2021, 09:55 PM
ভার্জিনিয়া দাদার চিরাচরিত ধারা অনুযায়ী গল্পের শেষে বড় একটা টুইস্ট আশা করছিলাম গল্পের শুরু থেকেই। সেটাই হলো, বড় একটা মোড় নিলো গল্প, আর হয়ে গেলো অমর এক গল্প কাহিনী !
সাবলীল আর পরিচ্ছন্ন গল্প লিখে ইতিমধ্যেই যে ক'জন লেখক পাঠকদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছিলেন, ভার্জিনিয়া দাদা তাদের মাঝে অন্যতম। লিখতে লিখতে হঠাত করেই দাদা কি কারনে জানি না উধাও হয়ে গিয়েছিলেন। তার লেখা উপন্যাসগুলোতে তিনি মাঝে সাঝে পাঠকদের মন্তব্যের যেটুকু রিপ্লাই দিতেন, তা থেকেই এক সময় জানতে পেরেছিলাম ওনার স্টকে বিশাল গল্পের ভান্ডার আছে। সেগুলো একের পর এক আমাদের দিবেন বলে তখন আমাদের কথা দিয়েছিলেন। তা থেকে বেশ কিছু গল্প আমাদের দিয়েওছিলেন। তারপরেই হঠাত করে ওনি আমাদের সবাইকে হতাশ করে দিয়ে ওধাও হয়ে যান। পরে আর কোথাও ওনার নতুন কোনো গল্প দেখেছি বলে মনে পরে না !
অনেকদিন পরে বিমলদা'র সৌজন্যে আজ এই পুরনো গল্পটা পড়লাম। ভার্জিনিয়া দাদাকে নতুন করে আর কি ধন্যবাদ দিবো, ওনার কাছে পাঠককুল আমরা আসলে কৃতজ্ঞ !
সুন্দর এই গল্পটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য বিমলদা'কেও ধন্যবাদ জানাচ্ছি...
সাবলীল আর পরিচ্ছন্ন গল্প লিখে ইতিমধ্যেই যে ক'জন লেখক পাঠকদের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছিলেন, ভার্জিনিয়া দাদা তাদের মাঝে অন্যতম। লিখতে লিখতে হঠাত করেই দাদা কি কারনে জানি না উধাও হয়ে গিয়েছিলেন। তার লেখা উপন্যাসগুলোতে তিনি মাঝে সাঝে পাঠকদের মন্তব্যের যেটুকু রিপ্লাই দিতেন, তা থেকেই এক সময় জানতে পেরেছিলাম ওনার স্টকে বিশাল গল্পের ভান্ডার আছে। সেগুলো একের পর এক আমাদের দিবেন বলে তখন আমাদের কথা দিয়েছিলেন। তা থেকে বেশ কিছু গল্প আমাদের দিয়েওছিলেন। তারপরেই হঠাত করে ওনি আমাদের সবাইকে হতাশ করে দিয়ে ওধাও হয়ে যান। পরে আর কোথাও ওনার নতুন কোনো গল্প দেখেছি বলে মনে পরে না !
অনেকদিন পরে বিমলদা'র সৌজন্যে আজ এই পুরনো গল্পটা পড়লাম। ভার্জিনিয়া দাদাকে নতুন করে আর কি ধন্যবাদ দিবো, ওনার কাছে পাঠককুল আমরা আসলে কৃতজ্ঞ !
সুন্দর এই গল্পটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য বিমলদা'কেও ধন্যবাদ জানাচ্ছি...