09-01-2021, 09:50 PM
(09-01-2021, 12:29 AM)pinuram Wrote: উফফফ, আপনার দেখা পেয়ে সত্যি ভালো লাগলো ! তবে হ্যাঁ, যৌনতা কম করলে আশা করি গল্প গুলো একটা মাত্রা পাবে! আসলে সময় হাতে এত কম যে লিখে উঠতে পারি না! এমন কি পরী ওই "ভালোবাসার রাজপ্রাসাদ", মানে ওটার যে ইংরেজি ভারসান আছে "Forbidden Love" আর "Dawn At Midnight" অনেক বার বলেছে যে এই দুটো গল্প একটু এডিট করে লেখো! কিন্তু আমার বাড়িতে হাতির পা, গাফিলতি এই আর কি! একবার কোন গল্প লেখার পরে সেটা কে আবার সম্পাদনায় বসা ভীষণ ভাবেই বিরক্তি লাগে, তাই আর লিখে ওঠা হয়নি! আচ্ছা এতো গেল আমার কথা! এবারে কিন্তু আদি আর তিতলির ব্যাপারে কিছুই বললেন না, তাতে কিন্তু আমার একটু গোসা হয়েছে, মানে আদির !!!!!!
হ্যাঁ এডিট করে লিখতে পারেন। তবে আমার মনে হয় সম্পাদনার কাজ লেখক কে না করায় উচিৎ। কারন লেখক তার কলম দিয়ে কল্পনার উঁচু শিখরে উঠলেও এক জন সম্পাদক তার পায়ে দড়ি বেঁধে তাকে নামিয়ে দেয়। Forbidden Love আর Dawn at midnight গল্প দুটো যেহেতু ইংলিশ এ সেহেতু ওর কাটছাঁট একটু কম হবে কারন খ্যাতনামা লেখক রাও fuck jerk dick এই সবের উল্লেখ করে থাকেন নিজের গল্পে। আর আমার মনে গল্পের প্রয়জনে যদি সেগুল বলা হয়ে থাকে তাহলে কাটছাঁটের প্রস্ন আসছে না। আপনি আপনার বাংলা এবং ইংলিশ as it is. নিয়ে পাবলিশার্স এর কাছে নিয়ে যেতে পারেন। ওনারাই নিজেদের সম্পাদক দিয়ে নিজের মতো করে সাজিয়ে নেবেন। তবে আপনার গল্প লেখার দক্ষতা কোন প্রশ্ন রাখে না। যে কোন পাবলিশার সোজা সুজি আপনাকে গল্প গুলকে ফিরিয়ে দেবেন না। JK Rowling কেও একসময় নিজের লেখা নিয়ে পাবলিশারের দরজায় ঘুরতে হয়েছিল। কিন্তু এখন দেখুন। সেরা সাহিত্যিকের মধ্যে নাম করা একজন। সেহুতু হৃদয় থেকে আপনার এই ক্ষুদ্র অনুগামী ও চায় পিনুরাম ও বাংলা সাহিত্তের ইতিহাসে স্মরণীয় থাকুক।
আদি আর তিতলিকে আপনার অফ লাইন পাঠিকার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে উনিই মন্তব্য করবেন যা করার।