09-01-2021, 08:26 PM
(09-01-2021, 05:08 PM)Nilpori Wrote: আমি ব্যস্ততার কারণে update পড়ার সময় পাই নি। আজ ই পড়লাম।
অত্যন্ত সাবলীল ভাষায় খুব সুন্দর ভাবে লিখছেন।
somehow গল্প টা কি কোথাও গিয়ে আপনার চাক্ষুষ করা কোন বাস্তব ঘটনার প্রতিফলন?
কারন আপনি যে ভাবে সুমিত্রা কে উপস্থাপন করেছেন তাতে আমার সেটা মনে হয়েছে।
তবে এই কি সব মেয়ে ই তো সমান হয় না। আর সুমিত্রা র এত কিসের অসন্তোষ? প্রথমেই তো না করতে পারত বিয়েতে। after all life টা তো নিজের। তা হলে নিজে ও এইরকম অসুখী হত না, আর ইন্দ্রজিৎ এর জীবন টা ও এমন অতিষ্ট হত না।
রিমি র দিক টা বুঝতে পারছি, ওটা খুব স্বভাবিক।
ভাল লিখতে থাকুন। সাথে আছি।
আপনি একদম ঠিক বলেছেন, লেখা পড়ে মনে হচ্ছে এটা কারুর চাক্ষুস দেখা ঘটনা! ইন্দ্রের পেছনে কে যে লুকিয়ে বোঝা যাচ্ছে না! তবে যেভাবে মনের কথা গুলো লেখনি আঁচর নিয়ে দাগ কাটছে তাতে একদম হৃদয়ের রক্ত দিয়ে লেখা বলেই মনে হয়! তবে এখানে শুধু সুমিত্রার ব্যাপারে বলা হয়েছে, এই গল্পে কিন্তু সারা নারী জাতির ওপরে কটাক্ষ করা হয়নি! সুমিত্রার অসন্তোষ অনেক কারনে হতে পারে! বাবা মৃত্যু শয্যায় একজনের সাথে বিয়ে দিয়ে চলে গেলেন! মৃত্যু পথ যাত্রী বাবাকে হয়ত উপেক্ষা করতে পারেনি সুমিত্রা! পরে যখন সব কিছু বুঝল তখন অনেক দেরি! এই জন্য ওর মনের ভেতরে একটা বিরক্তি ভাব কাজ করতে পারে! যা চেয়েছিল হয়ত তেমন পায়নি! গল্পটা যেহেতু ইন্দ্রের দৃষ্টিভঙ্গি দিয়ে লেখা তাই আমরা পাঠকেরা হয়ত কোনদিন সুমিত্রার দৃষ্টি ভঙ্গি জানতে পারবো না! সুমিত্রার চাহিদা, সুমিত্রার ক্ষোভ কোনদিন হয়ত আমরা জানতে পারবো না! আর সুমিত্রার এই বিরূপ আচরন ইন্দ্রজিতকে বাড়ির বাইরে সুখের খোঁজে ঠেলে দিয়েছে! সুখী অসুখী এটা আপেক্ষিক, কে কিসে সুখী থাকে কে কিসে অসুখী সেটা বলা মুশকিল! কারুর কাছে টাকা পয়সা সুখের, কারুর কাছে এক থালা ভাত সুখের !!!!!!!
Reps Added +1
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)