09-01-2021, 06:11 PM
(09-01-2021, 05:08 PM)Nilpori Wrote: আমি ব্যস্ততার কারণে update পড়ার সময় পাই নি। আজ ই পড়লাম।থ্যাংকস কমেন্ট করেছেন বলে। মাঝে মাঝে সময় বের করে আমাদের এই উল্টো পাল্টা লেখা গুলো পড়ে কিছু কমেন্ট করলে, লেখা গুলো নিজে থেকে সোজা হয়ে যায়। কেও কারও মতন হয়না। কোনও পুরুষ যেমন অন্য পুরুষের মতন হয় না। তেমন মেয়েরাও। চারিত্রিক ভাবে কয়েক টা মিল কে নিশ্চয়ই সমান বলা যায় না। তাই না? পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ আছেন। তবে এটা বিশ্বাস করেন তো একটা সংসার মেয়েরাই শান্তিতে ভরিয়ে তোলে, ঠিক তেমনই আবার.........রিমি বিয়ের সময় মানা করতেই পারত, কিন্তু পিতার শেষ ইচ্ছে...... আমরা বাঙ্গালিরা একটু বেশী মাত্রায় ইমোশনাল, এটাও আশা করি মানেন আপনি। সাথে থাকুন, পড়ুন 'অমৃতের সন্ধানে'।
অত্যন্ত সাবলীল ভাষায় খুব সুন্দর ভাবে লিখছেন।
somehow গল্প টা কি কোথাও গিয়ে আপনার চাক্ষুষ করা কোন বাস্তব ঘটনার প্রতিফলন?
কারন আপনি যে ভাবে সুমিত্রা কে উপস্থাপন করেছেন তাতে আমার সেটা মনে হয়েছে।
তবে এই কি সব মেয়ে ই তো সমান হয় না। আর সুমিত্রা র এত কিসের অসন্তোষ? প্রথমেই তো না করতে পারত বিয়েতে। after all life টা তো নিজের। তা হলে নিজে ও এইরকম অসুখী হত না, আর ইন্দ্রজিৎ এর জীবন টা ও এমন অতিষ্ট হত না।
রিমি র দিক টা বুঝতে পারছি, ওটা খুব স্বভাবিক।
ভাল লিখতে থাকুন। সাথে আছি।
তোমাকে খুঁজে বেড়াই