09-01-2021, 02:56 PM
(09-01-2021, 12:29 AM)pinuram Wrote: উফফফ, আপনার দেখা পেয়ে সত্যি ভালো লাগলো ! তবে হ্যাঁ, যৌনতা কম করলে আশা করি গল্প গুলো একটা মাত্রা পাবে! আসলে সময় হাতে এত কম যে লিখে উঠতে পারি না! এমন কি পরী ওই "ভালোবাসার রাজপ্রাসাদ", মানে ওটার যে ইংরেজি ভারসান আছে "Forbidden Love" আর "Dawn At Midnight" অনেক বার বলেছে যে এই দুটো গল্প একটু এডিট করে লেখো! কিন্তু আমার বাড়িতে হাতির পা, গাফিলতি এই আর কি! একবার কোন গল্প লেখার পরে সেটা কে আবার সম্পাদনায় বসা ভীষণ ভাবেই বিরক্তি লাগে, তাই আর লিখে ওঠা হয়নি!
পরী দিদি একদম ঠিক কথা বলে, ওই দুটো উপন্যাস জনসমক্ষে আসলে চারদিকে রে রে পড়ে যাবে। আসলে সুনীল-শীর্ষেন্দুর পর সাহিত্য জগতে সেই পর্যায়ের লেখক আর আসে নি। এখন যারা লেখেন তাদের ছোটো করবো না, কিন্তু তোমার কাছে ওরা কিছুই না। তাই তুমি লিখলে পুরো তাক লেগে যাবে, আর আমরা গর্ব করতে পারবো যে হ্যাঁ, এই লেখককে আমরা চিনি