23-03-2019, 12:49 PM
রাহুল বুঝতে পারে কী ভুল বলে ফেলেছে। এক হাত জিভ বের করে ফেলে। ইশিকা ফোনের ওপার থেকে চেঁচিয়ে ওঠে, "তুমি কেন ওকে ডাম্বো বলবে, তোমার তো আবার ওকে ভালো লাগে তাই না?"
রাহুল"না না. সেরকম কিছু নয়। আচ্ছা ওসব ছাড়ো। হঠাং এই সময় ফোন করলে কেন সেটাই বলো?"
ইশিকা নাক সিঁটকে বলে,"হুঁ, কথা ঘোড়ানোর কোনো দরকার নেই। আজ রাতে রক্তিম ওদের বাড়িতে পার্টি এরেঞ্জ করেছে। তাই ফোন করে তোমাকে জানিয়ে দিলাম।"
রাহুল,"হঠাং কী উপলক্ষে?"
ইশিকা,"রক্তিমটা ওরকমই, বলল পরীক্ষার সময় একমাস ভালো করে কথা বার্তা হবে না। তাই পরীক্ষার আগে একটু মজা করতে চায়।"
রাহুল,"আচ্ছা, সবাই আসছে তো?"
ইশিকা,"হ্যা সবাই আসছে, কেন?"
রাহুল,"না কিছুনা, এমনিই বলছিলাম। কিন্তু ওর বাড়ি তো আমি জানিনা।"
ইশিকা,"কোনো অসুবিধা নেই, আমি তোমাকে পিক করে নেব।"
রাহুল চমকে উঠে বলে,"তুমি!"
ইশিকা,"যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে.."
রাহুল,"না না কোনো অসুবিধা নেই। আমি তৈরি থাকবো। কখন আসবে?"
ইশিকা,"সাতটায়, তৈরি থেকো, রাখছি।"
রাহুল,"রাখো বাই" ফোন কেটে যায়।
রাহুল মনে মনে বলে, পরীক্ষার আগে পার্টি, সত্যিই নমুনা এক একটা। সাতটায় পার্টি আর এখন খবর দিচ্ছে। চলো রাহুল তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দেরি হয়ে গেলে আবার ইশিকা কাঁচা চিবিয়ে খাবে।
রাহুল ফ্রেস হতে বাথরুমে ঢুকে পড়ে। স্নান টান সেরে আধ ঘন্টা পরে বাথরুম থেকে বেড়োয়। আলমারি থেকে বেশ ভালো দেখে একসেট জামা প্যান্ট বেড় করে পরে নেয়।
ঠিক সাতটার সময়, রাহুল জুতোর ফিতে বাঁধছিল। হঠাং ফোন বেজে ওঠে। রাহুল বুঝতে পারে এটা ইশিকার ফোন। ফোন রিসিভ করতেই ইশিকা বলে ওঠে,"আমি তোমার বাড়ির বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো।"
রাহুল,"হ্যাঁ এখুনি যাচ্ছি। যাষ্ট দু মিনিট।"বলে ফোন কেটে দেয়।
পাক্কা দশ মিনিট বাদে রাহুল বাড়ি থেকে বের হয়। আকাশ মেঘলা, ফলে চাঁদ মামার দেখা নেই। ঠান্ডা বাতাস বইছিল আর জোরে জোরে বিদ্যুত চমকাচ্ছিল। ভারী বষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
বাইরে বেরিয়ে রাহুল দেখে ওদের বাড়ির সামনে একটা দামী গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবে, কে আবার বাড়ির সামনে গাড়ি রেখে দিয়েছে। রাহুল গাড়িটাকে দেখতে লাগে।
হঠাং গাড়ির সামনের কাঁচ খুলে যায়। রাহুল হাঁ করে যায়,"ইশিকা"।
ইশিকা,"কী দেখছো তখন থেকে? তাড়াতাড়ি ওঠো গাড়িতে। একেই দেরি হয়ে গেছে।"
রাহুল "হ্যাঁ" তে ঘাড় নাড়িয়ে গাড়ির দরজা খুলে সামনে ইশিকার পাশের সিটে বসে পরে।"
রাহুল,"হাই"
ইশিকা,"এতো দেড়ি কেন হয় মেয়েদের মতো?"
রাহুল, "কি করবো বলো.."
ইশিকা নাক সিঁটকে বলে, "সোনিয়াদের বাড়িতে একদম ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলে, তাই না?" বলে গাড়ি চালু করে দেয়।
রাহুল বুঝতে পারে আজ সোনিয়াদের বাড়ি গেছে বলে ইশিকা ওর উপর অভিমান করে বসেছে। মনে মনে ভাবে, এর কথা সোনিয়া দিয়েই শুরু হয় আর সোনিয়া দিয়েই শেষ হয়।
"এতো বেশি ভাবা ভালো নয়।" ইশিকা রহস্য করে বলে।
রাহুল কিছুটা হকচকিয়ে যায়। সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষন গাড়িতে শুধু মিউজিক প্লেয়ারে চলতে থাকা গানের আওয়াজ পাওয়া যায়। রাহুল বুঝতে পারে ইশিকা ওর উপর রেগে রয়েছে। মনে মনে ভাবে, কিছু একটা করতে হবে। কিন্তু কী করবে সেটাই ভেবে পায় না।
রাহুল ইশিকাকে ভোলানোর জন্য বলে, "খুব সুন্দর তোমার গাড়িটা।"
ইশিকা নীরব থাকে।
"রক্তিমের বাড়ী কত দূর?"
আবারও ইশিকা চুপ থাকে। আজ বোধ হয় একটু বেশিই রেগে আছে।
রাহুল পকেট থেকে ফোনটা বের করে ব্লুটুথ অন করে গাড়ির মিউজিক প্লেয়ারের সাথে সংযুক্ত করতেই গান বন্ধ হয়ে যায়।
ইশিকা চেঁচিয়ে ওঠে,"গান বন্ধ করলে কেন? এটা আমার ফেভারিট গান ছিল।"
কোনো সাড়া নাপেয়ে রাহুলের দিকে তাকিয়ে দেখে রাহুল ফোনে কীসব করছে। রাহুল সাউন্ডট্রাক থেকে একটা গান প্লে করে দেয়।
রাহুল গান চালিয়ে দেয়। গান চলতে শুরু করে।
.........hum Tere Bin Ab Reh Nhi Sakte...tere Bina Kya Vajood Meraa...
গান চলতে থাকে আর বাইরে বিদ্যুত চমকানি দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়।
Tujhse Juda Agar Ho Jayenge .. Toh Khud Se Ho Jayenge Judaaaa....
Kyun Tum Hee Ho Ab Tum Hee Ho..zindagi ..ab Tum Hee Hoo Chain Bhi Mera Dard Bhi..mera Aashiqui Ab Tum HeHo.....
গান শুনতে শুনতে ইশিকা রাহুলের দিকে তাকিয়ে একটু হাঁসে। ইশিকার অভিমান এখনও যায়নি তাই ইশিকা সামনের দিকে মুখ ঘুড়িয়ে নেয়। রাহুল ইশিকার দিকে একভাবে তাকিয়ে থাকে। গান চলতে থাকে।
Tum Hee Hooo......tum Heee Hooo......
ইশিকার বাঁ হাত গিয়ারের উপর রাখা দেখে রাহুল নিজের হাত আগে বাড়িয়ে দেয় আর গানের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করে দেয়।
Tere Liyee Hee Jiyaaa Mein..khud Ko Jo Yun De DiyaHai.... Teri Wafaa Ne Mujhko Sambhala..
রাহুলের মুখ থেকে গান শুনে ইশিকা ঘুরে তাকায়। ইশিকার মুখে একটু হাঁসি ফুটে ওঠে। রাহুলের মনে খুশিতে ভরে যায় ইশিকার হাঁসি মুখ দেখে। গান চলতে থাকে।
রাহুল মনে মনে ভাবে,"না, আমি ইশিকাকে ধোকা দিতে পারবো না। সব সত্যি কথা বলে দেব ইশিকাকে। তারপর যা হয় হবে। আমি ইশিকাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার শুরু কখনওই মিথ্যে দিয়ে হতে পারে না।"
রাহুল ইশিকার নিস্পাপ হাঁসি মুখটার দিকে নিস্পলক তাকিয়ে থাকে। ইশিকা বুঝতে পারে রাহুল ওর দিকে তাকিয়ে আছে। রহুলের দিকে ঘূরে তাকিয়ে মুখ নাড়িযে যেন জিজ্ঞেস করে,"কী দেখছ?"
রাহুলও মাথা নাড়িয়ে বলে, কিছু না।
আবার গানের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করে...Kyunki Tum Hee Ho..... Ab Tum Hee Ho...zindagi Ab Tum Hee Hooo Chain Bhi...mera Dard Bhi Meri Aashiqui Ab Tum Heee Hoooo........
গান গাইতে গাইতে স্টেয়ারিং হুইলের দিকে চোখ যেতেই দেখে ইশিকার আঙুলগুলো হুইলের উপর নাচছে। যেন রাহুলের গানের সাথে তাল মেলাতে চাইছে।
গান শেষ হয়ে যাওয়ার পরও রাহুল ইশিকার দিকে তাকিয়ে থাকে।
ইশিকা স্তব্ধতা ভেঙে বলে,"রাহুল"
"হুঁ"
"আমি খুব দুঃখিত।"
"কিসের জন্য?"
"এমনিই" বলে ইশিকাও রাহুলের দিকে তাকায়। দুজনের চোখ মিলে যায় একে অপরের সাথে। দুজনেই একদৃষ্টে তাকিয়ে থাকে একে অপরের দিকে। একে অপরের চোখ খুঁজে পায় একান্ত আপন একটি জিনিস...ভালোবাসা।
কিন্তু এই ছোট্টো কথাটি মুখের মাধ্যমে প্রকাশ করতে পারে না। শুধু প্রকাশ ঘটে চোখে চোখে, মনে মনে। বোধ হয় বলবার মতো সঠিক সময় এখনও আসেনি। অপেক্ষা করছে সঠিক সময়ের।
"ইশি আমি তোমাকে কিছু কথা বলতে চাই,রাহুল সিদ্ধান্ত নেয় আসল সত্যটা ইশিকাকে বলে দেওয়ার।
ইশিকার হৃত্*পন্ড উত্তেজনায় ধক ধক করতে থাকে। কী বলতে চায় রাহুল? যেটা শোনার জন্য এতদিন অপেক্ষা করে রয়েছে সেটাই কি? ইশিকা মুখ দিয়ে শুধু এইটুকুই আওয়াজ বেড়োয়,"হুঁ"
"সামনে দেখে গাড়ি চালাও। এক্সিডেন্ট হয়ে যেতে পারে।" রাহুলে বলতে পারে না আসল সত্য কথাটা। কথাটা শুনে যদি ইশিকা ওকে ছেড়ে চলে যায়, সেই ভয়ে।
ইশিকা এতক্ষন দম বন্ধ করে বসেছিল রাহুলের মুখ থেকে ওর কাঙ্খিত কথাটা শোনার জন্যে। কিন্তু যখন দেখে যে রাহুল ওর সাথে ইয়ার্কি করছে তখন আবার অভিমান করে বসে রাহুলের উপর,"তুমি কোনোদিন সুধরবে না। যাও তোমার সাথে কথা বলবো না।"বলে সামনের দিকে মুখ ঘুড়িয়ে নিয়ে রাগে মুখ ফুলিয়ে গাড়ি চালাতে থাকে।
রাহুল"না না. সেরকম কিছু নয়। আচ্ছা ওসব ছাড়ো। হঠাং এই সময় ফোন করলে কেন সেটাই বলো?"
ইশিকা নাক সিঁটকে বলে,"হুঁ, কথা ঘোড়ানোর কোনো দরকার নেই। আজ রাতে রক্তিম ওদের বাড়িতে পার্টি এরেঞ্জ করেছে। তাই ফোন করে তোমাকে জানিয়ে দিলাম।"
রাহুল,"হঠাং কী উপলক্ষে?"
ইশিকা,"রক্তিমটা ওরকমই, বলল পরীক্ষার সময় একমাস ভালো করে কথা বার্তা হবে না। তাই পরীক্ষার আগে একটু মজা করতে চায়।"
রাহুল,"আচ্ছা, সবাই আসছে তো?"
ইশিকা,"হ্যা সবাই আসছে, কেন?"
রাহুল,"না কিছুনা, এমনিই বলছিলাম। কিন্তু ওর বাড়ি তো আমি জানিনা।"
ইশিকা,"কোনো অসুবিধা নেই, আমি তোমাকে পিক করে নেব।"
রাহুল চমকে উঠে বলে,"তুমি!"
ইশিকা,"যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে.."
রাহুল,"না না কোনো অসুবিধা নেই। আমি তৈরি থাকবো। কখন আসবে?"
ইশিকা,"সাতটায়, তৈরি থেকো, রাখছি।"
রাহুল,"রাখো বাই" ফোন কেটে যায়।
রাহুল মনে মনে বলে, পরীক্ষার আগে পার্টি, সত্যিই নমুনা এক একটা। সাতটায় পার্টি আর এখন খবর দিচ্ছে। চলো রাহুল তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দেরি হয়ে গেলে আবার ইশিকা কাঁচা চিবিয়ে খাবে।
রাহুল ফ্রেস হতে বাথরুমে ঢুকে পড়ে। স্নান টান সেরে আধ ঘন্টা পরে বাথরুম থেকে বেড়োয়। আলমারি থেকে বেশ ভালো দেখে একসেট জামা প্যান্ট বেড় করে পরে নেয়।
ঠিক সাতটার সময়, রাহুল জুতোর ফিতে বাঁধছিল। হঠাং ফোন বেজে ওঠে। রাহুল বুঝতে পারে এটা ইশিকার ফোন। ফোন রিসিভ করতেই ইশিকা বলে ওঠে,"আমি তোমার বাড়ির বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো।"
রাহুল,"হ্যাঁ এখুনি যাচ্ছি। যাষ্ট দু মিনিট।"বলে ফোন কেটে দেয়।
পাক্কা দশ মিনিট বাদে রাহুল বাড়ি থেকে বের হয়। আকাশ মেঘলা, ফলে চাঁদ মামার দেখা নেই। ঠান্ডা বাতাস বইছিল আর জোরে জোরে বিদ্যুত চমকাচ্ছিল। ভারী বষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
বাইরে বেরিয়ে রাহুল দেখে ওদের বাড়ির সামনে একটা দামী গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবে, কে আবার বাড়ির সামনে গাড়ি রেখে দিয়েছে। রাহুল গাড়িটাকে দেখতে লাগে।
হঠাং গাড়ির সামনের কাঁচ খুলে যায়। রাহুল হাঁ করে যায়,"ইশিকা"।
ইশিকা,"কী দেখছো তখন থেকে? তাড়াতাড়ি ওঠো গাড়িতে। একেই দেরি হয়ে গেছে।"
রাহুল "হ্যাঁ" তে ঘাড় নাড়িয়ে গাড়ির দরজা খুলে সামনে ইশিকার পাশের সিটে বসে পরে।"
রাহুল,"হাই"
ইশিকা,"এতো দেড়ি কেন হয় মেয়েদের মতো?"
রাহুল, "কি করবো বলো.."
ইশিকা নাক সিঁটকে বলে, "সোনিয়াদের বাড়িতে একদম ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলে, তাই না?" বলে গাড়ি চালু করে দেয়।
রাহুল বুঝতে পারে আজ সোনিয়াদের বাড়ি গেছে বলে ইশিকা ওর উপর অভিমান করে বসেছে। মনে মনে ভাবে, এর কথা সোনিয়া দিয়েই শুরু হয় আর সোনিয়া দিয়েই শেষ হয়।
"এতো বেশি ভাবা ভালো নয়।" ইশিকা রহস্য করে বলে।
রাহুল কিছুটা হকচকিয়ে যায়। সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষন গাড়িতে শুধু মিউজিক প্লেয়ারে চলতে থাকা গানের আওয়াজ পাওয়া যায়। রাহুল বুঝতে পারে ইশিকা ওর উপর রেগে রয়েছে। মনে মনে ভাবে, কিছু একটা করতে হবে। কিন্তু কী করবে সেটাই ভেবে পায় না।
রাহুল ইশিকাকে ভোলানোর জন্য বলে, "খুব সুন্দর তোমার গাড়িটা।"
ইশিকা নীরব থাকে।
"রক্তিমের বাড়ী কত দূর?"
আবারও ইশিকা চুপ থাকে। আজ বোধ হয় একটু বেশিই রেগে আছে।
রাহুল পকেট থেকে ফোনটা বের করে ব্লুটুথ অন করে গাড়ির মিউজিক প্লেয়ারের সাথে সংযুক্ত করতেই গান বন্ধ হয়ে যায়।
ইশিকা চেঁচিয়ে ওঠে,"গান বন্ধ করলে কেন? এটা আমার ফেভারিট গান ছিল।"
কোনো সাড়া নাপেয়ে রাহুলের দিকে তাকিয়ে দেখে রাহুল ফোনে কীসব করছে। রাহুল সাউন্ডট্রাক থেকে একটা গান প্লে করে দেয়।
রাহুল গান চালিয়ে দেয়। গান চলতে শুরু করে।
.........hum Tere Bin Ab Reh Nhi Sakte...tere Bina Kya Vajood Meraa...
গান চলতে থাকে আর বাইরে বিদ্যুত চমকানি দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়।
Tujhse Juda Agar Ho Jayenge .. Toh Khud Se Ho Jayenge Judaaaa....
Kyun Tum Hee Ho Ab Tum Hee Ho..zindagi ..ab Tum Hee Hoo Chain Bhi Mera Dard Bhi..mera Aashiqui Ab Tum HeHo.....
গান শুনতে শুনতে ইশিকা রাহুলের দিকে তাকিয়ে একটু হাঁসে। ইশিকার অভিমান এখনও যায়নি তাই ইশিকা সামনের দিকে মুখ ঘুড়িয়ে নেয়। রাহুল ইশিকার দিকে একভাবে তাকিয়ে থাকে। গান চলতে থাকে।
Tum Hee Hooo......tum Heee Hooo......
ইশিকার বাঁ হাত গিয়ারের উপর রাখা দেখে রাহুল নিজের হাত আগে বাড়িয়ে দেয় আর গানের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করে দেয়।
Tere Liyee Hee Jiyaaa Mein..khud Ko Jo Yun De DiyaHai.... Teri Wafaa Ne Mujhko Sambhala..
রাহুলের মুখ থেকে গান শুনে ইশিকা ঘুরে তাকায়। ইশিকার মুখে একটু হাঁসি ফুটে ওঠে। রাহুলের মনে খুশিতে ভরে যায় ইশিকার হাঁসি মুখ দেখে। গান চলতে থাকে।
রাহুল মনে মনে ভাবে,"না, আমি ইশিকাকে ধোকা দিতে পারবো না। সব সত্যি কথা বলে দেব ইশিকাকে। তারপর যা হয় হবে। আমি ইশিকাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার শুরু কখনওই মিথ্যে দিয়ে হতে পারে না।"
রাহুল ইশিকার নিস্পাপ হাঁসি মুখটার দিকে নিস্পলক তাকিয়ে থাকে। ইশিকা বুঝতে পারে রাহুল ওর দিকে তাকিয়ে আছে। রহুলের দিকে ঘূরে তাকিয়ে মুখ নাড়িযে যেন জিজ্ঞেস করে,"কী দেখছ?"
রাহুলও মাথা নাড়িয়ে বলে, কিছু না।
আবার গানের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করে...Kyunki Tum Hee Ho..... Ab Tum Hee Ho...zindagi Ab Tum Hee Hooo Chain Bhi...mera Dard Bhi Meri Aashiqui Ab Tum Heee Hoooo........
গান গাইতে গাইতে স্টেয়ারিং হুইলের দিকে চোখ যেতেই দেখে ইশিকার আঙুলগুলো হুইলের উপর নাচছে। যেন রাহুলের গানের সাথে তাল মেলাতে চাইছে।
গান শেষ হয়ে যাওয়ার পরও রাহুল ইশিকার দিকে তাকিয়ে থাকে।
ইশিকা স্তব্ধতা ভেঙে বলে,"রাহুল"
"হুঁ"
"আমি খুব দুঃখিত।"
"কিসের জন্য?"
"এমনিই" বলে ইশিকাও রাহুলের দিকে তাকায়। দুজনের চোখ মিলে যায় একে অপরের সাথে। দুজনেই একদৃষ্টে তাকিয়ে থাকে একে অপরের দিকে। একে অপরের চোখ খুঁজে পায় একান্ত আপন একটি জিনিস...ভালোবাসা।
কিন্তু এই ছোট্টো কথাটি মুখের মাধ্যমে প্রকাশ করতে পারে না। শুধু প্রকাশ ঘটে চোখে চোখে, মনে মনে। বোধ হয় বলবার মতো সঠিক সময় এখনও আসেনি। অপেক্ষা করছে সঠিক সময়ের।
"ইশি আমি তোমাকে কিছু কথা বলতে চাই,রাহুল সিদ্ধান্ত নেয় আসল সত্যটা ইশিকাকে বলে দেওয়ার।
ইশিকার হৃত্*পন্ড উত্তেজনায় ধক ধক করতে থাকে। কী বলতে চায় রাহুল? যেটা শোনার জন্য এতদিন অপেক্ষা করে রয়েছে সেটাই কি? ইশিকা মুখ দিয়ে শুধু এইটুকুই আওয়াজ বেড়োয়,"হুঁ"
"সামনে দেখে গাড়ি চালাও। এক্সিডেন্ট হয়ে যেতে পারে।" রাহুলে বলতে পারে না আসল সত্য কথাটা। কথাটা শুনে যদি ইশিকা ওকে ছেড়ে চলে যায়, সেই ভয়ে।
ইশিকা এতক্ষন দম বন্ধ করে বসেছিল রাহুলের মুখ থেকে ওর কাঙ্খিত কথাটা শোনার জন্যে। কিন্তু যখন দেখে যে রাহুল ওর সাথে ইয়ার্কি করছে তখন আবার অভিমান করে বসে রাহুলের উপর,"তুমি কোনোদিন সুধরবে না। যাও তোমার সাথে কথা বলবো না।"বলে সামনের দিকে মুখ ঘুড়িয়ে নিয়ে রাগে মুখ ফুলিয়ে গাড়ি চালাতে থাকে।