09-01-2021, 12:29 AM
(09-01-2021, 12:16 AM)Jupiter10 Wrote: প্রতিলিপি অ্যাপ আছে ওখানেও লিখতে পারেন। পয়সা পাতি দেয় কি না জানি না। তবে এখানে যেমন পুরুষ লেখক আছেন। ওখানে মহিলা লেখকের ছড়াছড়ি। পিনুদার গল্প গুলো সত্যিই বই পাতায় স্থান পাবার মতো। আর তাছাড়া অতিরিক্ত যৌনতা গুলো হয়তো সম্পাদক দ্বারা ছাঁটা হয়ে যাবে। ফুলের আদর্শ জায়গা হল দেবীর চরণ। যে ফুলে পুজ হয়না সে ফুল কে কেউ কদর করে না। শামুক ও হয়তো নিজের সৌন্দর্যটা নিয়ে গর্ব করতে পারে। কিন্তু আপনি যদি আমাদের মতো মুস্তি মেয় লোক দের এই বিশাল প্রতিভা বিসর্জন করে খুশি হছেন তাহলে জেনে রাখবেন জীবনে একটা সময় আপনার অনুতাপ হতে পারে। সুতরাং লিখুন। মুখ্য ধারার গল্প লিখুন। তাক লাগিয়ে দিন। সবই চিনুক পিনুরাম কে। অন্যত ছদ্মনাম যেন এটাই থাকে।
উফফফ,
আপনার দেখা পেয়ে সত্যি ভালো লাগলো
! তবে হ্যাঁ, যৌনতা কম করলে আশা করি গল্প গুলো একটা মাত্রা পাবে! আসলে সময় হাতে এত কম যে লিখে উঠতে পারি না! এমন কি পরী ওই "ভালোবাসার রাজপ্রাসাদ", মানে ওটার যে ইংরেজি ভারসান আছে "Forbidden Love" আর "Dawn At Midnight" অনেক বার বলেছে যে এই দুটো গল্প একটু এডিট করে লেখো! কিন্তু আমার বাড়িতে হাতির পা, গাফিলতি এই আর কি! একবার কোন গল্প লেখার পরে সেটা কে আবার সম্পাদনায় বসা ভীষণ ভাবেই বিরক্তি লাগে, তাই আর লিখে ওঠা হয়নি! আচ্ছা এতো গেল আমার কথা! এবারে কিন্তু আদি আর তিতলির ব্যাপারে কিছুই বললেন না, তাতে কিন্তু আমার একটু গোসা হয়েছে, মানে আদির !!!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)