08-01-2021, 11:14 PM
(08-01-2021, 11:00 PM)Rajdip123 Wrote: নামকরা বার রেস্টুরেন্ট এটা ধানবাদের। ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ, কেউ একদম একা, কেও নিজের বন্ধুর সাথে বসে আছে। ইন্দ্র আর প্রবাল যেখানে বসে আছে, সেই দিকে লোকজন কম। সুন্দর একটা আলো আন্ধারি পরিবেশ। হাল্কা করে একটা জগজীত সিংহের গজল অডিও সিস্টেম থেকে ভেসে আসছে……ইয়ে দউলাত ভি লে লো, ইয়ে শহরাত ভি লে লো। ইন্দ্রর ফেভারিট সিঙ্গার। মুড টা ভালো হয়ে যায় ইন্দ্রর। প্রবাল পানীয় অর্ডার করেছে, সাথে কিছু চিকেন তান্দুরি। নিচু আওয়াজে নিজেদের মধ্যে কথা বলছে সবাই। কিছুক্ষণ পড়ে বেয়াড়া এসে পানীয় গ্লাসে ঢেলে দিয়ে গেল সাথে প্লেটে করে চিকেন, সাথে কিছু বরফের টুকরো।
আরে ইয়ার তুমি তো সেই ব্যাঙ্ক মোড়ের ওইখানে একটা বার ছিল, নাম ভুলে যাচ্ছি, যতদূর মনে হয় সিটি বার, এমন একটা কিছু ছিল, তার কথা মনে করিয়ে দিলে মাইরি ! ইন্দ্রের অপ্সরা দূরভাষ যন্ত্রে বার্তা পাঠিয়েছে, উফফফফ প্রথমেই কি সম্বোধন, "হাঁদারাম" মাইরি দিল ঝিঙ্কু ঝিঙ্কু করছে !!!!!!