08-01-2021, 10:47 PM
(08-01-2021, 08:55 PM)Mr Fantastic Wrote: খুব হৃদয় বিদারক পর্ব। মনটা ভারী হয়ে গেল, বুকের ভেতরটা খালি খালি লাগছে। বুধাদিত্যের ভয়টা অমূলক নয়, কিন্তু পিনুরামের গল্পের নায়কদের মনোবল তো এতো কম হয় না ! দাঁতে দাঁত চেপে সংগ্রামের প্রতীক, বহু যুদ্ধের নায়ক আমাদের পিনুরাম। তাই পূর্ণ বিশ্বাস আছে, সুদিন ফিরবেই, শুধু বুধোকে আত্মবিশ্বাস রাখতে হবে। আরে ভালোবাসায় ধনী-গরিব একটা কথা হলো ? ভালোবাসার জোরে এক রিকশাচালক আইপিএস হয়ে যেতে পারে ( এটা সিনেমা বা কামদেবের গল্প নয়, সত্যি ঘটনা ), সেখানে বুধো শুরুতেই ভেঙে পড়বে কেন ?
তোমার এই একটা লাইন পড়ার পরে আর আদির কীর্তি কলাপ দেখে আজকে সত্যি ফিরে যেতে ইচ্ছে করে দুই দশক আগে! একটা নস্টালজিয়ার আবর্তে ভরে উঠেছে প্রান! জানি না এখানে বুধো কি করবে, তবে ... থাক বুধোর কথা বুধো পর্যন্ত থাক! ভাঙা গড়া নিয়েই জীবন! জোয়ারে ধরে ভাঙ্গন, ভাটায় আবার হয় তৈরি, যেমন নদীতে হয় জোয়ার ভাঁটা তেমন জীবনেও আশা করি আসবে কখন সেই সময় !!!!!!