08-01-2021, 08:11 PM
(08-01-2021, 05:21 PM)Rajdip123 Wrote: ক্যা বাত !!!!! ক্যা বাত!!!!! ক্যা বাত......গুরুদেবের চরণ ধুলি পড়েছে, আমার মলিন বাগানে।
ইন্দ্রের গল্প প্রকৃত অর্থে প্রচণ্ড ভাবে বাস্তব ধর্মী। সমাজ যতই পুরুষ শাসিত হোক। বাড়িতে কিন্তু অন্য গল্প। পুরুষ মানুষের কান্না, কেও দেখতে পায় না পিনুরাম। একধারে মায়ের কথা ভাবতে হয়, অন্যদিকে বউয়ের কথা। শ্যাম রাখি না কুল...... বহু পুরুষ এই দোটানা সামলাতে পারে না । হয়তো নিভৃতে সেও কাঁদে। তাঁর কথা কিন্তু কেও বুঝতে চায় না। না সে বাবা মা কে কিছু বলতে পারে না , আবার না পারে বউ কে বোঝাতে। এইরকম পরিস্থিতিতে বহু পুরুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে, পরিস্থিতির বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সমাজ এই ধরনের পুরুষদের বিভিন্ন নাম দেয়। চরিত্রহীন.........লম্পট,কষ্ট পায় সেই পুরুষ। কেও বুঝতে চায় না, সেও একটা মানুষ, তাঁর ও একটা জলজ্যান্ত শরীর আছে, একটা ভালোবাসা ভরা মন আছে। একটু সুখ সেও পেতে চায়। কিছু পাপ যদি তাকে একটু শান্তি দেয়, তাহলে সেই পাপ কি অন্যায়? আমার গল্পের ইন্দ্রও আশাকরি রম্ভা, উর্বশী কে খুঁজে পাবে। দেখা যাক। তুমি সাথে থাকো।
এমন ভাবে বললে আর আমি আসব না !!!!!!