07-01-2021, 01:34 PM
(07-01-2021, 01:06 PM)Troya A1 Wrote: পিনুদা,
তোমার গল্প পড়লে মনে হয়না যে গল্প পড়ছি,
মনে হয় নিজের চোখের সামনে দেখছি।
মাঝে মাঝে গল্পের মধ্যে ঢুকে যাই
যতটা সম্ভব বাস্তবের ছোঁয়া রাখতে চেষ্টা করি, যাতে পাঠক পাঠিকা চোখের সামনে দেখতে পায়! আমি এই আমার আসেপাশের মানুষ দেখেই গল্প লিখতে চেষ্টা করি! আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত! এই নিয়ে আবার অনেকের দেখলাম একটু ক্ষোভ আছে! কেন বাবা এত ঘ্যানর ঘ্যানর, সেই এক কথা, মেয়ে কি পড়ল, ছেলে কি করল, সকালে উঠল ইত্যাদি, এই নিয়ে কয়েকজন আমাকে পার্সোনাল মেসেজ করে ক্ষোভ জানালো! বলল, এই সব প্যানপ্যানানি নাকি তাদের ভালো লাগে না! আমি কি করি! তবে ওই, আপনাদের মতন মানুষের জন্য গল্প লিখি, সবার জন্য তো আর লিখি না! তাকেও সেটাই মেসেজ করেই জানিয়ে দিলাম !!!!!
Reps Added +1