07-01-2021, 01:15 AM
(06-01-2021, 11:34 PM)Mr Fantastic Wrote: পরের পর্ব পড়তে খুব মন চাইছে গুরু
এই দেখো, পরের পর্ব দিতে তো আমারও খুব মন চাইছে! কিন্তু আসলে কি জানো, আমি তো সবাইকে নিয়ে একসাথে চলতে ভালোবাসি! অনেকে এখন হয়ত এই গল্প পড়ে উঠতে পারেনি! অনেকের দেখাই পাচ্ছি না, কিছু লিখছেও না! তাই বুঝতে পারছি না তারা কতদুর পড়ল, অথবা কেমন লাগছে! তাই এবারে একটু অপেক্ষা করে আছি তাদের জন্য! তারা সবাই লিখে জানিয়ে দিলেই পরের পর্ব শুরু করে দেব !!!!!