06-01-2021, 10:43 PM
(06-01-2021, 06:18 PM)himadri_hdas Wrote: একসাথে রিশু আর ঝর্না দুজনের গল্পই শেষ হয়ে যাওয়ার পর আর কিছু পড়তে ইচ্ছে করছিল না। মনে হয় reader's block। যাই হোক 7 দিন পর আজ আবার এটা পড়লাম। ভালো লাগলো।
এতদিন জানতাম, লেখকের মাথায় ব্লক ঢুকে যায়! আমার অনেক বার হয়েছে, গল্প লিখতে বসে এমন এক জায়গায় আটকে গেলাম যে আর এগোতে পারছি না! জানি কি লিখতে হবে কিন্তু সেই শব্দ, সেই অনুভূতি যখন মাথার মধ্যে আসে না তখন পুরো কেঁচিয়ে ঘা করে গোবর হয়ে বসে থাকি! এই প্রথম্বার আপনার কাছে শুনলাম, পাঠিকের ব্লক আসতে ! আচ্ছা এই ব্লক কেমন হয়? পড়তে ভালো লাগে না? হতেই পারে! এই কথা আমাকে অনেকে বলেছে, আজ দশ বছর পরেও আমাকে এই কথা শুনতে হয়! ওই কোন এক কালে অভি আর পরীর গল্প লিখেছিলাম, ( কেন যে মরতে লিখেছিলাম আজ ভাবি ) যাই হোক, ওটা পড়ার পরে অনেকের নাকি এই ব্লক হয়েছে ! অবশ্য তারপরে আমি নিজের শক্তি হারিয়ে ফেলেছিলাম! আজো আমি সেই শক্তি খুঁজে পাইনি! তাই তার পরবর্তী গল্পটা আর লিখে উঠতে পারিনি! এই দশ বছরে কত হাজার পাঠক পাঠিকা আমাকে লিখতে বলেছে তার ইয়াত্তা নেই! কিন্তু সত্যি বলতে আমি হেরে গেছি ওই এক জায়গায়! পরীর গল্প লিখতে গিয়ে হেরে গেছি আর সেখানেই আমার আজো Reader's Block, Heart Block.. everything block !!!!!!!