06-01-2021, 08:27 AM
(05-01-2021, 10:47 PM)pinuram Wrote: ভালো কথা বলেছ, আচ্ছা একটু বলতো দেখি আমার বিরুদ্ধে এই তোতাপাখি আর হোঁৎকা কি ষড়যন্ত্র করতে পারে ? কিছুই বুঝে পাচ্ছি না জানো! বড্ড ভয় লাগছে! তুমি যদি কিছু আঁচ করতে পারো তাহলে বেশ ভালো হয়, তাহলে সেই বিষয়ে একটু সাবধানে থাকা যায় এই আর কি! তবে আমার তোতাপাখি কিন্তু ভীষণ মিষ্টি আর দুষ্টু !!!!!!
আহা, অযথাই চিন্তা করছো ! হ্যান্ডু ঠাকুরপোকে অনেকদিন দেখা হয় না, তাই হয়তো তোতা বউদি ডেকেছে একটু !!