05-01-2021, 10:43 PM
(05-01-2021, 07:21 PM)Mr Fantastic Wrote: হেঁ হেঁ হেঁ, এবার থেকে বুধোকে এই মুড সুইংয়ে অভ্যস্ত হতে হবে ! প্রিয়তমার কটাক্ষ, রোষবিদ্ধ বাক্যবাণ, কথায় বা কাজে একটু গলদ হয়েছে কি হয়নি ব্যস কড়া শাসন - এসব সইতে হবে ভায়াতবে ঝগড়ার শেষে আবার আদর-ভালোবাসায় ভরিয়েও দেবে
![]()
![]()
হবেই হবে, প্রেমে একটু ধ্যাতানি না শুনলে বুধাদিত্যের মুখ কি করে খুলবে আর তিতলি, সেও তো কম কথা বলে! এই তো শুধু মাত্র এর সামনেই যত কথা! তাই হয়, মনের মতন মানুষ পেলে কেউ কি আর চুপ থাকে নাকি তুমি বল! তোমার পুচ্চি সোনা, কান ঝালাপালা করে দেয় ঠিক কি না (বাকিটা না হয় এখানে আর বললাম না, উহ্য থাক) !!!!!
(05-01-2021, 09:50 PM)Mr Fantastic Wrote: মাত্র দুই দিনে গল্পের viewers 11k+![]()
![]()
![]()
![]()
এটার কৃতিত্ব আমার নয়, এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসার অবদান!!!!!

![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)