Thread Rating:
  • 11 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ওগো প্রিয়তমা by Lekhak (লেখক)
#1
Heart 
          
              **  ওগো প্রিয়তমা  **

        Written By Lekhak (লেখক)








সুনীলের চেহারাটা বেশ হ্যান্ডসাম। ধবধবে সাদা গায়ের রঙ। মনীষা ওর জন্য একবারে পাগল। এমন একটা সুদর্শন চেহারার ছেলের সঙ্গে ভাব জমাতে পারলে তো কথাই নেই। প্রথম দেখা হওয়ার পর থেকেই ওর মনের ভেতরে একটা খুশি খুশি ভাব। যেন আসল কাজটা এবার হাসিল হলেই হলো। অফিসে বসে মনীষা মাঝে মাঝেই ভাবে কবে সেই দিনটা আসবে।

প্রথম যেদিন চোখাচোখি হয়েছিল সুনীলের সঙ্গে, মনীষা হাসিমুখে দৃষ্টি দিয়েছিল ওর চোখে। দুজনের মুচকি হাসি বিনিময়। তারপরেই একটু নিছক কথাবার্তা, সুনিলের সঙ্গে ভাব জমানোর জন্য মনীষা তখন মরিয়া।

একই অফিসের সহকর্মী দুজনে। অফিসের টিফিনের সময় ভাবটা একটু বেশি করে জমে। মনীষা ওর মনের ইচ্ছাটা তখন সুনীলকে না বলে থাকতে পারছে না। ডালহৌসি চত্বরে রোল খেতে খেতে একদিন বলেই বসে, আমাকে পছন্দ তোমার? আমার কিন্তু তোমাকে দারুন লাগে সুনীল।

যেন গায়ে পড়ে প্রেম নিবেদন। সুনীলের মুখে কথা নেই, মনীষার আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারছে না। কোনরকমে ভেতর থেকে কথা বের করে মনীষাকে বলে, আমি ইচ্ছে থাকলেও এতদিন বলতে পারি নি। তুমি আমাকে আজ সাহসটা পাইয়ে দিলে।

এত লজ্জা কিসের তোমার? মনীষা আদর করে ওর গালটা টিপে দেয়। চোখ দুটো নাচিয়ে বলে, তুমি যা হ্যান্ডসাম, যেকোনো মেয়েই পটে যাবে তোমাকে দেখলে। আমি তো প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি।

সুনীল একটু আত্মহারা হয়ে ওঠে। অফিসের কলিগ ওর জীবনসাথী হতে যাচ্ছে, এর থেকে ভাল সময় আর কি হতে পারে?

অফিস ছুটির পরে দুজনে একসাথে হাঁটতে হাঁটতে আউট্রাম ঘাটে গঙ্গার পাড়ে চলে যায়। সিমেন্টের বেঞ্চিতে বসে দুজনে হাসি গল্পে মশগুল হয়ে যায়। হাসির হুল্লোরে মনীষা বেসামাল হয়ে ওর গায়ে গড়িয়ে পড়ছে, আবেগ স্রোতে হারিয়ে যাচ্ছে সুনীলও। প্রেম এসেছে জীবনে, যেন কত মধুর এই জীবন।

সুনীলের গায়ে গা লেগে মনীষার বুকের আঁচলটা একটু সরে যায়। সুনীল দেখে মনীষা ওতে ভ্রুক্ষেপ করছে না, যেন একটু অন্যমনস্ক হয়ে গল্প করতেই মেতে উঠেছে ও। যৌবন ভরা মনীষার শরীরের স্তনভার বেশ প্রকট, চোখে লাগার মতই। কথা বলতে বলতে সুনীল স্থির দৃষ্টি দিয়ে চেয়ে থাকে,মনীষার বড় গলা ব্লাউজের ভাঁজে দু’স্তনের মসৃণ উপত্যকার দিকে। হঠাৎই সুনীলের অপলক দৃষ্টি দেখে মনীষা বলে ওঠে, এ্যাই কি দেখছ?

সুনীল বলে, কিছু না এমনি। তোমার বুকের আঁচলটা সরে গেছে। ঠিক করে নাও।

মনীষা হাত দিয়ে সুনীলের নাকটাকে এবার নাড়িয়ে দেয়। বলে, দুষ্টু। তোমরা ব্যাটাছেলেরা এরকমই হও। আসতে আসতে নিজেই এবার ঠোঁটদুটোকে নিয়ে যায় সুনীলের ঠোঁটের খুব কাছে। সুনীল ওকে বলে কি করতে চাইছ? এখানে খেও না। কেউ দেখে ফেলবে।

এই জায়গাটা বেশ অন্ধকার, নিরিবিলি, এখানে কেউ দেখবে না। খাও চুমু আমাকে।

মনীষা আরও বেশি করে বাড়িয়ে দেয় নিজের ঠোঁটটাকে। হঠাৎই সন্মতি পেয়ে সুনীল একটু সাহস পায়। অন্ধকারে ঠোঁট মিলিয়ে মনীষার গাল দুটো ধরে চুমু খায়। মনীষাকে বলে তুমি সাহস দিলে তাই এই ইচ্ছাটা পূরণ করলাম। মনীষা খিল খিল করে হেসে ওঠে।

অন্ধকারে আউট্রাম ঘাটে বসে বসে দুজনের আরও কিছুক্ষণ গল্প হয়, মনীষা সুনীলকে বলে, বাড়ীতে আর কে কে আছে তোমার?

সুনীল বলে, সেরকম কেউ নেই, আমার এক বৃদ্ধা মা ছাড়া। মার এখন বয়স হয়েছে, বলতে পারো একরকম শয্যাশায়ী। উঠতে বসতে পারেন না। চলাফেরা তো অনেক দিন আগে থেকেই বন্ধ। এই সময়টা আমার বিয়ে করা খুব দরকার ছিল মনীষা, বলতে পারো, তোমাকে পেয়ে আমার খুব সুবিধাই হল।

সুনীলের কথা শুনে মনীষা বলে, বিয়ে করবে আমাকে?

কিন্তু তোমার বাবা মা? তাদের অনুমতি নিতে হবে না?

মনীষা সুনীলের মুখের কাছে আবার মুখটা নিয়ে এসে বলে, আমার কেউ নেই, এই আজ থেকে কেবল তুমি ছাড়া।

অবাক হয় সুনীল, বলে, সেকি তোমার বাবা মা?

তারা নেই। মারা গেছেন অনেকদিন আগে। মনীষার চোখটা একটু ছলছল করে ওঠে। সুনীল বলে, তারমানে তুমি একা? আর কেউ নেই?

হ্যাঁ, আমি একা। কেউ নেই। দমদমে একটা ছোট্ট ফ্ল্যাটে ভাড়া থাকি। চাকরিটা ভাগ্য করে পেয়েছিলাম, তাই খেয়ে পড়ে বেঁচে রয়েছি।

সুনীল মনীষাকে বলে, চলো কালকেই তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। মার সাথে তোমার দেখা করাবো, নতুন বউ ঘরে আসছে শুনলে মা খুশি হবে।

মনীষা সুনীলের ইচ্ছেতে সন্মতি দেয়। বলে, তার আগে আমার একটা অনুরোধ রাখতে হবে তোমায়। সুনীল বলে কি? মনীষা বলে, কাল অফিস ছুটির পরে তুমি আমার বাসায় যাবে, তারপর আমি তোমার মায়ের কাছে যাব।

সুনীল রাজী হয়। বলে ঠিক আছে, কাল তাহলে আমরা দুজনেই একসাথে বেরিয়ে পড়ব বিকেল বেলা, তারপরে দমদমে তোমার ফ্ল্যাটে, আমার হবু বউ এর বাসায়। এই সুনীল যাবে তোমার সাথে। কোন চিন্তা নেই। মনীষা খুশিতে সুনীলের গালে একটা চুমু খায়, ওকে খুব আদর করে। গঙ্গার পাড়ে বসে প্রেমের কথা বলতে বলতে অনেক রাত্রি হয়ে যায়। সুনীল বলে এবার উঠতে হবে মনীষা, অনেক রাত্রি হল, মা একা রয়েছে বাড়ীতে, চিন্তা করবে।

দুজনের দুজনকে ছেড়ে যেতে চাইছে না কেউই। অথচ কাল সকালেই আবার অফিসে দেখা হবে। মনীষাকে মেট্রো রেলে তুলে দিয়ে সুনীল বাড়ী ফেরে। ওর তখন মনীষার প্রতি অগাধ ভালবাসা তৈরী হয়ে গেছে।

জীবনে প্রেম এলে এভাবেই সাড়া ফেলে দেয় মনে। নারী এবং প্রেম, পুরুষমানুষে জীবনকে অনেক স্বপ্ন দেখাতে শুরু করে, একটা ভালবাসার টানে জর্জরিত হয়ে সে তখন বাঁচতে চায় অন্যভাবে, তার সুখের সাথীকে ঘিরে।

রাত্রে বাড়ী ফিরে সুনীল ওর মাকে মনীষার কথাটা বলে। কথা বলতে বলতে তখন একটা আনন্দ উচ্ছ্বাস ওর চোখে মুখে। মনীষারও ওকে ভাল লেগেছে, ওর ও মনীষাকে। বলে, মা মনীষা বড় ভাল মেয়ে। অফিসে এরকম মেয়ে দেখা যায় না। আমি কাল বাদ পরশুই তোমার কাছে এনে হাজির করছি ওকে। দেখবে ওর কথা শুনে আর ওকে দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে।

ছেলের কথা শুনে মা খুব খু্শি হয়। বলে, ভালো একটা বৌমা পেলে সব মায়েরাই খুশি হয়। তুই তাড়াতাড়ি ওকে আমার কাছে নিয়ে আয়। আমি দেখি আমার বৌমাকে।

কথার ফাঁকে সুনীল মাকে এটাও বলে, মা যেন তো ওর কেউ নেই। মা নেই, বাবা নেই, কেউ নেই। ও একা থাকে।

মা বলে, সেকি রে? একা থাকে? তুই শিঘ্রী ওকে বিয়ে করে নিয়ে আয়। অমন মেয়েটা একা একা কত কষ্ট করছে। চাকরী করে। এবার থেকে ও তোর বউ হয়েই থাকবে। তোর কষ্টটাও লাঘব হবে।

শায়িত মাকে জড়িয়ে ধরে সুনীল, বলে, এবার আমি বিয়ে করতে চলেছি মা, আমাকে আশীর্ব্বাদ করো। মা বিছানায় শোয়া অবস্থায় সুনীলকে আশীর্বাদ করে। ওর মাথায় চুমু খায়।

ঘরে নতুন বৌমা আসছে, খুশির আবেগে সুনীলের মায়ের চোখে জল এসে যায়। ছেলেকে জড়িয়ে ধরে বলে, আজ তোর বাবা নেই। থাকলে তোর বাবাও কত খুশি হতো। না আমারও খুব দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে।

মাকে আশ্বাস দেয় সুনীল। বলে, মা চিন্তা কোরো না। মনীষা আমাকে কথা দিয়েছে। ও খুব শিঘ্রীই এখানে আসবে। মা ওর কথা শুনে নিশ্চিন্ত হয়।

রাত্রে শুয়ে শুয়ে মনীষার মুখটা ভেসে ওঠে সুনীলের চোখের সামনে। ভাবে কাল যখন মনীষা ওকে যেতে বলেছে নিজের বাসায়, তখন নিশ্চই কিছু গিফট্ রেখে দিয়েছে ওর জন্য। সুনীল গেলেই তবে ওটা নিজের হাতে দেবে। মনীষার প্রেমে বিভোর হয়ে ওর চোখে আসতে আসতে ঘুম নেমে আসে।

পরের দিন অফিস থেকে ওরা দুজন বেরোয় খুব তাড়াতাড়ি। ডালহৌসি থেকে পায়ে হেঁটে ধর্মতলা। তারপর ওখান থেকে মেট্রৌ ধরে সোজা দমদম, মনীষার বাড়ী। রাস্তায় যেতে যেতে মনীষা সুনীলকে বলে, জানো কাল রাতে শুয়ে শুয়ে আমি শুধু তোমার কথা চিন্তা করে গেছি। ঘুমোতে পারিনি অনেক্ষণ।

মনীষাকে সুনীল বলে, আমিও ঠিক তাই। কাল সারা রাত ধরে তোমার মুখটা খালি ভেসে উঠছিল চোখের সামনে। ঘুমোতে পারিনি আমিও। আমি কাল মাকে তোমার কথা বলেছি।
-বলেছ? কি বললেন তোমার মা?

-মা তোমাকে দেখতে চেয়েছে তাড়াতাড়ি। বলেছি কাল বাদ পরশুই নিয়ে আসব তোমার কাছে। মা খুশি হয়েছেন।

মেট্রোতে এরপর ওরা দুজনে উঠে পাশাপাশি বসে, দুজনে গায়ে গা ঘেষে। মনীষা সুনীলকে বলে, আচ্ছা সুনীল, একটা রহস্য বলো তো? তুমি এত সুন্দর হলে কি হলে? তোমার মা বুঝি খুব সুন্দর? নাকি তোমার বাবা সুন্দর ছিলেন?

জবাবে সুনীল বলে, মা আমার খুবই সুন্দরী। তবে বাবা আরও সুন্দর ছিলেন। ধবধবে সাহেবদের মত গায়ের রঙ ছিলো ওনার। আমি বাবার অনেক কিছুই পেয়েছি।

মনীষা বলে, সত্যি আমি অনেক পুরুষ দেখেছি, কিন্তু তোমার মত এত সুন্দর পুরুষ দেখিনি। সুনীল খুশি হয়। মনীষারও তারিফ করে, ওকে বলে, তুমিও তো কম সুন্দরী নও। হাসলে গালে আবার টোল পড়ে তোমার। আমার তো তোমার মুখশ্রী দারুন লাগে। খুব কম মেয়েরই এমন রূপ থাকে।

দুজনে মেট্রো চড়ে এরপর দমদম পৌঁছোয়। স্টেশন থেকে একটা রিক্সা ভাড়া করে ওরা পাশাপাশি দুজনে উঠে বসে। রিক্সা করে মনীষার বাড়ী যেতে দশ মিনিট। রিক্সায় যেতে যেতে সুনীলকে মনীষা বলে, যেন তো আমার ঘরে একটা পোষা কুকুর আছে, টমি। সারাদিন আমাকে দেখতে না পারলে ছটফট করে। ওকে অফিসে আসার সময় বেধে রেখে আসি। যেই বাড়ী ফিরি ও আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। ভীষন ভালবাসে আমাকে। তবে খুব শান্ত কুকুর। একদম চেঁচায় না। নতুন লোক দেখলেও নয়। দেখবে তোমাকে দেখে কেমন গা চাটবে তোমার। টমি আমার দারুন আদরের।

সুনীল মনিষাকে বলে, ভালই তো। তোমাকে বিয়ে করে টমিকেও নিয়ে আসব তোমার সাথে। তোমার শ্বশুড়বাড়ীতে টমি তোমার সঙ্গে থাকবে।

মনীষা সুনীলের কথা শুনে হাসতে থাকে হো হো করে। সুনীলকে বলে, সত্যিই দারুন বলেছ।

রিক্সা থেকে নেমে সুনীল ভাড়া দিতে যায়। মনীষা ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে বলে, দাড়াও, তুমি দিও না। ভাড়া আমি দেব। সুনীল তবু দিতে যায় জোড় করে। রিক্সাওয়ালাও ভাড়া নিতে চায় না। বলে, দিদিকে আমি চিনি। উনি না বললে আমি নেবই না আপনার কাছ থেকে। ও কিছুতেই ভাড়া সুনীলের কাছ থেকে নেয় না। মনীষাই দেয়। তারপর সুনীলকে বলে এস এবার আমার ঘরে, তোমাকে আমার ফ্ল্যাটটা দেখাই। ফ্ল্যাটের তালা খুলে মনীষা ওকে ভেতরে ঢোকায়। বলে এই হচ্ছে আমার ছোট্ট কুঠুরী।
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ওগো প্রিয়তমা by Lekhak (লেখক) - by Mr Fantastic - 05-01-2021, 08:21 PM



Users browsing this thread: 1 Guest(s)