05-01-2021, 07:59 PM
আমার এক বন্ধুর কোভিডে মৃত্যু হয়ে গেছিলো গত ৪ জুন ২০২০ এ ! এখন তাদের পরিবার থেকে লোক এসেছে তার ডেথ সার্টিফিকেট এর জন্য ! সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধুই পাঁপর বেলে যাচ্ছি ! কিছুই এখনও হয়নি ! তাই কাউকে কিছু রিপ্লাই দিতে পারছিনা বা আপডেট দিতে পারছি না ! আরও দু দিন ব্যাস্ত থাকব ! নিজগুনে ক্ষমা করে দেবেন !