05-01-2021, 06:19 PM
(05-01-2021, 12:20 PM)bourses Wrote: হস্পিটালএর বিবরণ অসাধারণ... এটা নিজস্ব অভিজ্ঞতা না থাকলে দেওয়া সম্ভব নয়, সেটা বোঝা যায়...
ইন্টারনেটএ চ্যাটিং ব্যাপারটাকে এনে বেশ একটা নস্টালজিকতা ফিরিয়ে এনেছ বস্... পড়তে পড়তে পিছনে ফিরে যেতে হচ্ছে বারে বার... এবার দেখার নেট রাজ্য থেকেই অমৃত ওঠে না গরল...
চালিয়ে যাও বস্, আছি সাথে...
হৃদয় নিঃসঙ্গ চিল হয়ে কেঁদেছে ক'দিন তার
খবর রাখেনি কেউ। শূণ্যতায় বেড়িয়েছি ভেসে,
যেন আমি কাটা ঘুড়ি, অনেক কষ্টেও মৃদু হেসে
সহজে নিয়েছি মেনে সামাজিকতার অত্যাচার।
আমাকে নিষন্ন পেয়ে গৌরী প্রশ্ন করে, 'কবি তুমি
এমন নিষ্পৃহ কেন আজকাল, এমন শিতল
উচ্চারণে, আচরণে? আমি কি ঢেলেছি ঠান্ডা জল
তোমার উদ্দীপনায়? ভাবাচ্ছে সন্ত্রন্ত জন্মভূমি?
কী দেবো উত্তর আমি? নিজেই জানি না, শুধু জানি
অন্ধকার গোলকধাঁধায় ঘুরি দিনরাত কেঁপে
উঠি ঘন ঘন একা ঘরে, ছায়াচ্ছন্ন এক প্রাণী
শিঙ নাড়ে, কষ বেয়ে তার রক্ত ঝরে, আসে ব্যেপে
কুঞ্জটিকা হৃদয়ে আমার, তবু তোমাকেই খুঁজি
প্রতিক্ষণ, এদিকে ফুরায় দ্রুত পরমায়ু-পুঁজি।
বাপরে এত সুন্দর করে এখনও অব্দি কেও কমেন্ট করেনি। রোজ একবার করে ভাবি, থ্রেড টা বন্ধ করে দেবো। একে সময় পাচ্ছিনা লেখার। তারপর সময় পেলেও সেইরকম মানসিকতা থাকছে না লেখার মতন। আরেকটা খুব জরুরি কথা, লিখতে গিয়ে অনেক কিছু লিখেও আবার সেগুলো মুছে ফেলছি। কেমন একটা আসঙ্কা.........এই লেখাটা যত কম লোকে পড়ে, তত ভালো মনে হয় আমার জন্য।
আজ তোমার কমেন্ট টা পড়ে আজ মনের মধ্যে একটা বল পেলাম। হয়তো লেখাটা কে নিয়ে এগিয়ে যাব। ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। থ্যাংকস ভাই.........
তোমাকে খুঁজে বেড়াই