04-01-2021, 04:21 PM
(04-01-2021, 03:55 PM)Rajdip123 Wrote: শারীরিক গঠনের সাথে মানসিকতার তুলনা......... যদি সে কোনও বডি বিলডার হয় তাহলে কি ধরে নিতে হবে যতই সাংঘাতিক মেয়ে মানুষ হোক, সে তাকে কাবু করবে। এমন ও তো হতে পারে, সে ওই ঝগড়ায় না গিয়ে কোনও অন্য পথ অবলম্বন করবে। রাজপুত ক্ষত্রিয় বলে কি তরবারি হাতে নিয়ে বউয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? আবার এটা ভুলে গেলে চলবে না, তাঁদের এক সন্তান ও আছে।
তা কথাটা অবশ্য তুমিও ভুল বলোনি ...শারীরিক বলিষ্ঠতার সঙ্গে মানসিক দৃঢ়তার কোনো তালমিল নাও থাকতে পারে কারো কারো ক্ষেত্রে ...
আবার এর উল্টোটাও হয় অনেকসময় ..
এই যেমন পিনুদার আর আমার কথাই ধরো, মোটামুটি কাজ চালানোর মতো শারীরিক গঠন আর ওই মোটামুটি সাইজের যন্ত্রপাতি নিয়েই কত কাণ্ডই না করে বেড়াই আমরা !!!!!!!!!!!