04-01-2021, 09:56 AM
(04-01-2021, 08:56 AM)TumiJeAmar Wrote: বেশ ভালো লাগছে। ধানবাদে যে L&T কোম্পানির অফিস আছে জানতাম না।
বোকারোর কোঅপারেটিভ কলোনির কথায় অনেক স্মৃতি মনে পড়ে গেলো।
দেখা যাক কোথায় অমৃত খুঁজে পায় আমাদের হিরো।
ওফফফফফফ...... থ্যাংকস...... তোমার কমেন্ট পেলাম। লারসেন অ্যান্ড টুব্র নিজের প্রোজেক্ট যেখানে চলছে সেখানে অফিস বানায় নাহলে রেন্টে নেয়। বছর সাতেক ধরে জামশেদপুরে একটা অফিস ছিল, এখন আর নেই। তাছাড়া গল্পের খাতিরে অনেক কিছুই লিখতে হয়। বোকারো তে ওই কলোনি টা আছে। আমার যাতায়াত ছিল। তুমিও কি এইদিক কার নাকি গো ? মনে তো হচ্ছে কথা শুনে। তোমার কমেন্ট আমি তৃষিতা তেও পেতাম। ফিরে পেলাম আবার। থ্যাংকস।
তোমাকে খুঁজে বেড়াই