03-01-2021, 06:31 PM
(03-01-2021, 04:53 PM)Rajdip123 Wrote: হাহাহাহা............ স্ত্রীরা ডমিনেটিং ই হয়। কে না স্ত্রী কে ভয় পায় সেটা বল? হাহাহাহা.........আমি তো খুব ভয় পাই। আমার মতন অনেকেই পায় হয়তো, কিন্তু মুখে বলে না......... এটা ঠিক বললাম কি না বল? পিনু কে জিজ্ঞেস করে দেখ।
(03-01-2021, 06:24 PM)Rajdip123 Wrote: হাহাহাহাহা...... সেই বাবুদের অন্দর মহলে একটু উঁকি মেরে দেখ, তাহলেই বুঝতে পারবে। পিনুর অভিজ্ঞতা সাংঘাতিক। তুমি অবিবাহিত জেনে হিংসে হচ্ছে।
পিনুর কি অভিজ্ঞতা নেই আর কি অভিজ্ঞতা আছে সেটা নিয়ে চর্চা হচ্ছে? হ্যাঁ হচ্ছে টা কি এটা, শুনি একটু? পিনুর নুনু নিয়ে নো টানাটানি! আর তুমি শুধু আমার অভিজ্ঞতার কথা বলছ কেন হে -- সূচ বলে চালুনি তোর পেছনে ফুটো ! কথাটার ব্যাখ্যায় গেলাম না, বাকিটা ধিরে ধিরে ইন্দ্রর দৃষ্টি ভঙ্গি দিয়েই দেখা যাক! গল্পটা যখন ইন্দ্রজিৎ কে নিয়ে তখন দেখা যাক ইন্দ্রজি কি করে সুমিতার "অমৃত সন্ধান" করে! বলি শালা, ইন্দ্রজিতের ছেলেটা কি ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে নাকি? সুমিতা আর ইন্দ্রজিতের সেই কুরকুরি চমকানি প্রেম (?) কোথায় ? সেটা কেন আসেনি এখানে ???