03-01-2021, 12:11 PM
(This post was last modified: 03-01-2021, 12:28 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-01-2021, 11:56 AM)Baban Wrote: নতুন বছরের নতুন ধামাকা..... দারুন শুরু.
1st person view হিসেবে লেখা গল্প পড়তে দারুন লাগে.
এইতো শুরু...... দেখি কি অপেক্ষা করছে আমাদের আর ওদের জন্য ❤❤❤❤
আমি শালা তাহলে ঠিকই ভেবেছিলাম..... গল্পের নিচে signature এর জায়গায় সুপ্তির সন্ধানে কেন লেখা? তাহলে কি হিডেন এনাউন্সমেন্ট? পরে দাদা বললো এখন আর লিখবেনা.... খারাপ লাগলো... তাও ভাবলাম গল্প তো আর ম্যাজিসিয়ান এর কোটের ভেতরে লুকোনো পায়রা নয় যে একের পর এক বেরিয়ে আসবে বা রুমালও নয় যে লাল নীল হলুদ সবুজ... শেষই হচ্ছেনা.. সময় লাগে মাথা খাটিয়ে লিখতে. তাই বিদায় জানালাম. আজ দেখি নতুন গল্পের থ্রেড!!
তুমি তো দাদা ঠাকুমার ঝুলি নিয়ে বসে পড়েছো.
(28-12-2020, 10:58 PM)pinuram Wrote: না গো বন্ধুরা, এখন আর গল্প নয়, এখন আবার ফিরে যাবো মর্ত্যধামে। স্বর্গ রাজ্য থেকে যাওয়ার সময় হয়ে এসেছে! আবার কোন এক পথের বাঁকে দেখা হবে এই ভাবেই কোনদিন। হয়ত এক ফেরি ওয়ালা হয়েই ফিরব নতুন ঝুড়ি নিয়ে! চেঁচিয়ে ফিরব আপনাদের দ্বারে দ্বারে, "চাই নাকি ভাই নতুন গল্প, গল্প চাই গল্প। একদম হাত গরম গল্প। দাদারা দিদিরা, ভাইয়েরা বোনেরা, একবার দেখে যান। কিনতে পয়সা লাগে না।" কেউ কেউ কিনবে সাজিয়ে রাখবে, কেউ কেউ একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে চলে যাবে, কেউ কেউ দেখেও দেখবে না, কেউ কেউ কিনতে এসেও শুধু দরদাম করেই চলে যাবে, কেউ কেউ এড়িয়ে চলে যাবে এই পাগল ফেরিওয়ালা কে। ততদিনের জন্য চললাম মর্ত্যধামে একটু ঘুমের খোঁজে -- "সুপ্তির সন্ধানে" !!!!!
আমি যে ফেরিওয়ালা, ফেরি করতে বেরতেই হবে! না হলে আমার মাথা ঠিক থাকবে না! দেখা যাক কয়জন কেনে, তবে আমি জানি বেশির লোকে দরদাম করেই চলে যাবে অথবা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখেই যাবে! আমি কিন্তু কোথাও বলিনি যে আমি গল্প লিখবো না! আমি বলেছি, "এখন আর গল্প নয়"! তবে শেষ লাইনে এও বলেছি, চললাম একটু ঘুমের খোঁজে -- "সুপ্তির সন্ধানে"! আমার এই উত্তরের মধ্যে অনেক কিছুই লুকিয়ে ছিল যেটা অনেকের চোখ এড়িয়ে চলে গেছে! !!!!!!!!
Reps Added +1