03-01-2021, 04:52 AM
(03-01-2021, 12:07 AM)pinuram Wrote: গল্প ঘুরছে এবারে, এই বারে মনে হচ্ছে কেন ইন্দ্রজিৎ কে "অমৃতের সন্ধানে" বের হতে হবে! গতানুগতিক জীবন থেকে অব্যাহতি পাওয়ার জন্য অনেকেই খুঁজে বেড়ায় একটু আনন্দ একটু ভালোবাসা! সেই রোজ সকালে উঠে হাত মুখ ধুয়ে ব্যাবসার কাজে বসা, বাড়ি ফিরে সেই বাড়ির কাজ, এটা নেই যাও দোকান যাও, ওটা কেন করছ, ওটা ওইখানে কেন ইত্যাদি শুনতে শুনতে মানুষের মন এক সময়ে বিষিয়ে যায়! মানুষ কথাটা মান আর হুঁশ থেকে এসেছে, সেই মান আর হুঁশ যখন লোপ পায় তখন আর মানুষ কেন? ভেতরের পশু বেড়িয়ে পরে! শরীর বলেও একটা জিনিস আছে মানুষের! ইন্দ্রের ব্যাথা বেদনা ধিরে ধিরে ফুটে উঠছে তার অনুভুতির মাধ্যমে! ভালো চলছে! অপেক্ষায় আছি সেই মুহূর্তের, যেখানে শেষ ধাক্কা ওকে এই "অমৃতের সন্ধানের" পথে ঠেলে দেবে !!!!!!!থ্যাংকস............ দেখা যাক কি হয়। আসলে কি জানো, এই রকম পরিস্থিতির মধ্যে আমরাও অনেকে পড়ে যাই। তখন কি করবো মাথায় আসে না। ইন্দ্রর অবস্থাও কিছুটা সেইরকম।
Reps Added +1
তোমাকে খুঁজে বেড়াই