Thread Rating:
  • 65 Vote(s) - 3.37 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অমৃতের সন্ধানে
#20
সেদিন রবিবার। ছুটির দিন ইন্দ্রজিতের। রবিবারের দিনটা বেশিরভাগ সে ঘরেই থাকে। বাবা ব্যাবসার কাজে নিজের অফিসে। বাইরে একটু মেঘলা করেছে। অক্টোবরের শেষের দিক হলেও শীত টা সে ভাবে পড়েনি এখনও। ইন্দ্রজিত নিজের রুমেই বসে গান শুনতে শুনতে একটা ম্যাগাজিনের পাতা ওলটাচ্ছিল। হটাত করে মা সুনন্দা ঘরে ঢুকেই বলে, “ইন্দ্র, বাবা আসছে, কোথায় বাবার এক বন্ধুর এক্সিডেন্ট হয়েছে, বাবা অফিস বন্ধ করে ঘরে আসছে, মনে হয় কোথাও বেরোবে, তুই তৈরি হয়ে কার টা বের কর। তোর বাবা আমাকে এখনি ফোন করে বলল”।  মায়ের কথাতে বেশ অবাক হল ইন্দ্রজিত। কার এক্সিডেন্ট হয়েছে জানা নেই। কোথায় যেতে হবে জানা নেই।  বাবার অফিস টা বাড়ি থেকে বেশি দূরে না, হয়তো এখনি এসে পড়বে। বাবা যা একরোখা, যেটা মুখ দিয়ে বেড়িয়েছে, সেটা করবেই। তাই বেশি গাঁই গুই করে লাভ নেই। উঠে পড়ে ফ্রেশ হতে কয়েক মিনিট সময় লাগল ইন্দ্রর। কার টা বের করতে করতেই দেখল বাইক নিয়ে বাবা ঢুকছেন। বাইক টা কোনও রকমে ঘরের গ্যারাজে রেখেই হাঁক দিল, “ইন্দ্র স্টার্ট কর, একটু বোকারো যেতে হবে, ফুয়েল টা চেক করে নে”।  

ইন্দ্রই ড্রাইভ করছিল। কার টা চাস হয়ে বোকারোর দিকে ঘুরিয়ে নিল ইন্দ্র। চুপ চাপ ড্রাইভ করছিল ইন্দ্র। মনে একরাশ আশঙ্কা আর কৌতূহল…… তাই কারে অডিও সিস্টেমে কোনও গান বাজায় নি। সাধারনত ইন্দ্র যখনি ড্রাইভ করে কারে অডিও সিস্টেম অন থাকে। বোকারো মেন রাস্তা বরাবর অনেকটা চলার পর রাস্তার বাঁ দিকে কপারেটিভ কলোনির বিরাট বড় গেট টা চোখে পড়বেই। বোকারোতে এই কলোনির খুব নাম ডাক, এখানে নাকি এখানকার ধনী আর প্রতিপত্তিশালী মানুষদের বাড়ি। গেট টা কাছে আসতেই, গাড়ীর পেছনে বসা অভিজিত সিংহ বলে ওঠে, “গাড়িটা কলোনির গেটের ভেতরে নে, ইন্দ্র”।

গেটের ভেতরে ঢোকার সময় দেখা গেল টুলের ওপর বসে থাকা সেখানকার দারোয়ান উঠে দাড়িয়ে কপালে হাত দিয়ে সেলাম জানালো। ইন্দ্র বুঝতে পারল যে এখানে তার বাবার যাওয়া আসা আছে। দারোয়ান নিশ্চয় এই গাড়িটা আর গাড়ীর মালিক, দুজনকেই চেনে।  একটু এগিয়ে যেতেই ইন্দ্রের চোখে পড়ে দূরে একটা বিরাট বাড়ির গেটের সামনে কিছু লোকের জটলা। ওদের গাড়িটা এগিয়ে আসতেই সবাই নিজেদের কথা বন্ধ করে তাদের দিকে তাকাল। জটলার মধ্যে থেকেই সাদা পায়জামা পাঞ্জাবি পরা একজন মদ্যবয়স্ক ভদ্রলোক তাদের গাড়ীর দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। গাড়ীর জানালার কাঁচ নামিয়ে ভেতর থেকেই অভিজিত সিংহ সেই  ভদ্রলোকের সাথে কথা বলতে শুরু করলেন, “মানিক দা, উত্তম দা কেমন আছেন এখন? বাড়িতে না হাসপাতালে? চোট খুব বেশী না তো”? ইন্দ্র বুঝতে পারে যে ভদ্রলোক এগিয়ে আসলেন তাদের গাড়ীর দিকে , তার নাম মানিক আর যার এক্সিডেন্ট হয়েছে তিনি বাবার বন্ধু, নাম উত্তম।

মানিক দা নামের ভদ্রলোকটি ছল ছল চোখে বলে উঠলো, “দাদার অবস্থা খুব খারাপ। মাথায় চোট লেগেছে তবে অজ্ঞান হন নি। জ্ঞ্যান আছে। খুব আসতে আসতে কথা বলছেন। ডাক্তার বলেছে, খুব তাড়াতাড়ি একটা অপারেশান করতে হবে। আমরাও হাসপাতালে যাচ্ছি। আপনিও চলুন। দাদা নাকি দু একবার আপনার নাম ধরে ডেকেছে”।

কিছুক্ষনের মধ্যেই দুটো গাড়ি হুশশ......... করে বেরিয়ে গেল কলোনির গেট দিয়ে। হাসপাতাল কলোনির থেকে খুব বেশী দূরে না থাকায় দশ মিনিটের মধ্যেই ওরা হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে প্রচুর লোকের ভিড়। উত্তম দত্ত বোকারো তে একটা সিনেমা হলের মালিক তা ছাড়াও দুটো বাইকের শো রুম আছে। বোকারো সেক্টর তিনের সামনে এক্সিডেন্ট টা হয়েছে। উত্তম দত্তর হোন্ডা সিটি গাড়িটা যে ভাবে তুবড়ে গেছে তা ভেতরে কারও বেঁচে থাকা সম্ভবনা নেই বললেই চলে। জনগনের ভিড়ের মধ্যে সেই কথাই সবাই আলোচনা করছে। চারিদিকে বহু উৎকণ্ঠিত মুখ। ইন্দ্র কোনও রকমে ভিড়ের পাশ কাটিয়ে গাড়িটা পারকিং এ দাড় করিয়ে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসলো, তার বাবাও ইতিমধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। সামনের গাড়ি থেকে সেই মানিক দা নামের ভদ্রলোকটি গাড়ি থেকে নেমে তাদের হাতের ইশারাতে ডেকে নিল। সবাই মিলে গিয়ে দাঁড়ালো হাসপাতালের ভেতরে, অপারেশান থিয়েটারের বন্ধ দরজার বাইরে।

ইন্দ্রজিত আগে কখনও এমন পরিস্থিতির মধ্যে পড়েনি। যার এক্সিডেন্ট হয়েছে তাঁকে, তাঁর পরিবারের কাউকেই সে চেনে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত সেটা বুঝতে না পেরে চুপ করে এক কোনাতে দাড়িয়ে থাকে। বাবা অভিজিত সিংহ উত্তম দত্তর পরিবারের লোকজনদের সাথে গম্ভীর ভাবে কি সব আলোচনা করে চলেছে। চুপ করে দাড়িয়ে থাকতে থাকতে হটাৎ ইন্দ্র লক্ষ্য করে ওঁদের পরিবারের অনেকেই ইন্দ্রর দিকে বারবার তাকিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করে কিছু আলোচনা করছে। ব্যাপারটা একটু অস্বস্তিতে ফেলে দেয় ইন্দ্র কে। পরিবারের লোকজনদের ছোট্ট ভিড়টার মধ্যে তার মায়ের বয়সি একজন মহিলাও রয়েছেন, যিনি অঝরে কেঁদে চলেছেন। ইন্দ্র বুঝতে পারল, ইনি নিশ্চয়ই যার এক্সিডেন্ট হয়েছে উত্তম দত্তের স্ত্রী। ভদ্রমহিলা তার মায়ের থেকে বয়সে একটু ছোট হবেন হয়তো, ফর্সা, মাঝারি চেহারা, কিন্তু চেহারার মধ্যে একটা আভিজাত্য যেন ঠিকরে বেরোচ্ছে। সেই ভদ্রমহিলাকে সেই মানিক নামের লোকটি এসে ইন্দ্রর দিকে দেখিয়ে কিছু একটা বলাতে সেই মহিলা মুখ তুলে এই প্রথম ইন্দ্রর দিকে সরাসরি তাকালেন। ইন্দ্রর সাথে চোখাচুখি হওয়াতে ইন্দ্র লাজুক ভাবে চোখ নীচে করে নিল। মনের মধ্যে একগাদা প্রশ্ন বারবার উঁকি মারতে থাকে ইন্দ্রর। কেন উনি এমন করে তাকালেন তার দিকে? মানিক দা নামের ভদ্রলোকটি বা কি বললেন সেই মহিলাকে?

অপারেশন শেষ। দুজন ডাক্তার নিজেদের মধ্যে কথা বলতে বলতে বেরিয়ে আসছেন দরজা খুলে। তা দেখেই মানিকবাবু আর ইন্দ্রর বাবা সেই দিকে ছুটে গেলেন।

“অপারেশান আমরা করেছি কিন্তু এখনও আমরা কথা দিতে পারছি না। চেষ্টা করে চলেছি, বাহাত্তর ঘণ্টার পরে কিছু বলা সম্ভব। এখনই আর কিছু বলা সম্ভব না”। থমথমে পরিবেশ চারিদিকে। গুমোট ভাব টা কাটাতে অপারেশান থিয়েটারের বাইরে যেখানে সবাই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে তার থেকে একটু দূরে খোলা জানালার পাশে এসে দাড়ায় ইন্দ্র। খোলা জানালা দিয়ে ঠাণ্ডা বাতাস কিছুক্ষনের মধ্যেই ইন্দ্রর চোখ মুখ থেকে কিছুটা ক্লান্তি দূর করে দেয়। দূরের রাস্তা দিয়ে বহু গাড়ি যাতায়াত করছে, সেই দিকে একভাবে তাকিয়ে থাকে ইন্দ্র। মনের মধ্যে অনেক প্রশ্নের ভিড়।
  Heart তোমাকে খুঁজে বেড়াই Heart  
Like Reply


Messages In This Thread
RE: অমৃতের সন্ধানে - by Rajdip123 - 01-01-2021, 06:13 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 01:00 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 01:12 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 01:26 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 11:06 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 01:58 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 08:57 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 09-02-2021, 02:33 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 10-02-2021, 01:24 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 12-02-2021, 03:37 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 11-02-2021, 02:09 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 11-02-2021, 03:21 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 12-02-2021, 12:09 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 14-02-2021, 02:43 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 14-02-2021, 09:06 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 17-02-2021, 11:45 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 18-02-2021, 04:59 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 24-02-2021, 05:47 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 25-02-2021, 02:57 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 25-02-2021, 04:11 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 26-02-2021, 03:08 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 26-02-2021, 01:03 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 27-02-2021, 03:04 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 27-02-2021, 03:12 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 27-02-2021, 11:00 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 27-02-2021, 03:02 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 01-03-2021, 01:48 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 03-03-2021, 12:44 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 03-03-2021, 09:19 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 03-03-2021, 11:17 PM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 05-03-2021, 03:10 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 07-03-2021, 03:09 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 12-03-2021, 02:02 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 12-03-2021, 10:46 AM
RE: অমৃতের সন্ধানে - by TheLoneWolf - 13-03-2021, 03:35 AM



Users browsing this thread: 41 Guest(s)