Thread Rating:
  • 12 Vote(s) - 2.58 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy রামচরন গাথা
#16
সাধু দীর্ঘশ্বাস ফেলে বললো – হে ঠাকুর! ওনার আত্মার শান্তি কামনা করি! বাবা দু মিনিট আমার কথাগুলো মন দিয়ে শোনো! তারপর তুমি কাজে যেও বাবা!
 
আসিফ বিরক্তি চেপে বললো – উফফফ! এই তাড়ার সময়ে কি ঝামেলা রে বাবা! নিন নিন, যা বলবার চটপটবলুন! আমায় আর বেশি দেরী করা চলবে না!
 
সাধুর বোধহয় হাপানির ব্যামো আছো! খানিক দম নিয়ে বলা শুরু করলো – দ্যাখো বাবা, সংসার ত্যাগের আগে আমি একবার এইখানে এক লেঠেল ডাকাতের পাল্লায় পড়েছিলাম! আমায় আধমরা করে ফেলে দিয়ে তারা আমার সর্বস্ব লুঠে পালিয়েছিল। সেদিন তোমার বাবা আমায় সেই অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে ওনার বাড়িতে আনেন। সেবা শুশ্রূষা করে সেবার আমায় তিনি যমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন বাবা! আমি তারপর বিবাগি হয়ে সারা ভারতের আনাচে কানাচে ঘুরে বেড়াই! মধ্যে বার তিনেক এসেছিলাম তোমাদের বাড়িতে! তোমার বাবা ছিলেন মুক্ত মনের মানুষ, আমার জাত নিয়ে তার মোটেই মাথাব্যথা ছিল না! অনেক খাতির যত্ন করেছেন! এমন একটা মানুষের আর্থিক, বৈষয়িক দুরবস্থা নিজের চোখের সামনে দেখেও তাকে আমি কোনোভাবেই কোনোদিন সাহায্য করতে পারিনি, শুধু দু-হাতে নিয়েই গিয়েছি! কিন্তু মাস দুয়েক আগে, আমি তখন উত্তরপ্রদেশের আলোয়াড়ের কাছে এক জঙ্গলে সবে কদিন ধ্যান করা শুরু করেছি কোনো এক মহারাজার কিম্বা নবাবের পরিত্যক্ত জরাজীর্ণ হাভেলিতে! স্থানীয় মানুষ এই জঙ্গলাকীর্ণ দুর্গম পরিত্যক্ত প্রাসাদে আসেনা বড়, তা সে জীবজন্তুর ভয়েই হোক বা তেনাদের ভয়েই! আমার তো আর সেসবের ভয়ডর নেই, আমার সাথে আছেন আমার যোগিনী বিন্দুবালা মা! সন্ধ্যে ঘনাতে আমি ওই হাভেলীর পশ্চিমপাড়ে ধুনি জ্বালানোর জন্যে মাটি খুড়ছি, তো আমার শাবলে কিছু একটা ধাতব বস্তুতে আঘাত লাগলো! ভালো করে খুড়তেই একটা বড়সড় পুঁটলি পেলাম বাবা! খুলে দেখি তাতে অনেক চকমকে পাথর! আমি পড়লাম ফ্যাসাদে! এসব নিশ্চয়ই অন্য কারোর গুপ্তধন! পুটলির গায়ে উর্দুতে কিসব লেখা! ওটা আমি একটু আধটু পড়তে পারি! পড়ে জানলাম সেখানের এক নবাবের নজরানা, দিল্লীর দরবারে মুঘল সম্রাটের জন্যে প্রস্তুত করা হয়েছে! হয়তো সময়কালে সেসব দিল্লীতে পাঠানোর পরিকল্পনা ছিল, কিন্তু সে আর হয়ে ওঠেনি কোনো এক অজ্ঞাত কারনে! খুব ভাবলাম সারারাত, শেষে তোমার বাবার কথা মনে পড়লো! উনি আমার জন্যে যা করেছেন, তা এ জীবনে পরিশোধ করার নয়! ভাবলাম তাকেই এইসব দিয়ে কিছুটা ভারমুক্ত হই, আমার যোগিনী বিন্দুবালা শুনেও তাই বললো! তাই এই এতটা পথ পায়ে হেঁটে এই তোমার কাছে এসেছি বাবা! আস্তানা গেড়েছি তোমাদের গ্রামের উত্তর দিকের শ্বশানে! আজ তবরেজ ভাই নেই, কিন্তু বাবা তুমি আছো! এই বুড়োকে এই ঝামেলার হাত থেকে রক্ষা করো! এ এ এ এই নাও ধরো!
 
আসিফ হাঁ হয়ে এতক্ষন এই সাধুর কথা শুনছিল! দেখলো সাধু তার ঝোলা থেকে একটা চামড়ায় তৈরী পুঁটলি বের করছে, পুঁটলির আকার প্রায় আড়াই ফুট উঁচু এক কলসির সমান হবে! পুঁটলির গায়ে উর্দুতে কিসব লেখা সোনার জল দিয়ে! ঝোলায় আর বোধহয় বিশেষ কিছুই ছিল না, ওই পুঁটলি বের করতেই ঝোলা একদম নেতিয়ে শূণ্য হয়ে গেল! আসিফ সচকিতে সাধু বাবাকে বললো – আ আ আপনি ভিতরে চলুন! এখানে এসব দয়া করে দ্যখাবেন না! আপনি কি জল খাবেন? দেখে তো মনে হচ্ছে আপনার খুব তেষ্টা পেয়েছে!
 
সাধু – বাবা, তুমি বড় ভালো ছেলে! আমি অন্য একদিন আসবো বাবা তোমার কাছে! আমায় ওই শ্বশানে জলদি ফিরতে হবে যে আজ এক্ষুনি! এক গেলাস জল খেয়েই আমি কিন্তু চলে যাবো বাবা!
 
আসিফ সাধুবাবাকে ভিতরে নিয়ে এসে বসতে বললো! আর পুঁটলিটা শেষমেষ খুললো! ভিতরের জিনিষ দেখে আসিফের চোখ ধাঁদিয়ে গেল! ইয়া আল্লা! ভেতরে কমপক্ষে ছোট বড় হীরেই আছে কয়েক হাজার! সব চেয়ে ছোট হীরেটার দামও এই বাজারে দেড় দুই লাখের কম নয়! আলো ঠিকরে বেরোচ্ছে সেখান থেকে! আসিফ নিজে পাথরের মানে জেম স্টোন, ডায়মন্ডের ব্যবসায় আছে! এরকম একটা হীরের আঙটিরই যা দাম হবে তাতে ওর ব্যবসার মূলধনের বিশ গুন আমদানি হবে! হীরে ছাড়া রয়েছে আরো অসংখ্য মনি মাণিক্য, বেশ কিছু মহার্ঘ্য মুক্তোর ছড়া, জহরতে মোড়া অজস্র সোনার গয়না! এ সম্পদ তো যে পাবে সে কোনো মহারাজার চাইতে কম ধনবান হবে না! আর এই হতদরিদ্র, অভুক্ত, নিঃস্ব লোকটা তাকে এই সাত রাজার ধন এমন অকাতরে দিয়ে দিচ্ছে! এ কি করে সম্ভব?! একটু আগেই যাকে রাস্তার ধান্দাবাজ ভিখিরি কাম সাধু ভেবে দূর দূর করে তাড়িয়ে দিতে পারলেই আসিফ বেঁচে যেতো সেই একই মানুষের এমন আকাশছোঁয়া নির্লোভ চরিত্র দেখে আসিফ পুরো হতভম্ব! কোনোমতে বিষম সামলে ঢোঁক গিলে সে জিজ্ঞেস করলো – আ আ আপনি তো বলছেন আপনি দেখেছিলেন পুঁটলির মধ্যে কি আছে, তা আপনার কি জানা আছে এই পুঁটলির মধ্যে রাখা সম্পদের বাজার দর কত?
 
সাধু হাল্কা সেসে বললো – আমার জেনে হবেটা কি? ওতো আমার কোনো কাজেই তো আসবে না বাছা! উলটে আমার চালচুলো নেই, এই বোঝা বয়ে আমি হাঁফিয়ে গিয়েছিলাম বাবা! তুমি আমায় খুব জোর উদ্ধার করলে! অ্যাদ্দিনে আমিও ভারমুক্ত হলাম! এবার আমি আসি, আরেকদিন দ্যখা হবে!
 
আসিফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওই বয়সের ভারে ন্যুব্জ মানুষটা ধীরে ধীরে চলে গেল! আসিফ ওর পাওয়া সব হীরে জহরত ব্যাংকের সেফ ডিপোজিটে সেদিনই জমা করে কেবলমাত্র একটা হীরে তার এক চেনা পারসি ব্যবসায়িকে বিক্রি করে! নগদ ১ লাখ ৭৫ হাজার টাকায়!
 
রামচরন সব শুনে পুরো হতবাক হয়ে চেয়ে রইলো আসিফের দিকে খানিকক্ষন! তারপর বললো – এ যে রূপকথাকেও হার মানায় রে! তা সে সাধুকে দেখতে যাসনি আর?
 
আসিফ – গিয়েছি রে! এর মধ্যে সাতবার গিয়েছি! বিশ্বাস কর, লোকটা আর যাই হোক, ভন্ড নয়! শ্বশানে সাধু দেখে দু একজন ঘুরঘুর করছিল, ওই তাবিজ, হার এইসব যদি পাওয়া যায় সাধুর থেকে! তো সাধু নিজেই তাদের বলেছে যে তার কোনো মন্ত্র টন্ত্র কিস্যু জানা নেই বিশেষ আর কারোর ভূত ভবিষ্যত কিসসু সে জানেনা! আমি যেতে প্রত্যেকবার কখনো বাতাসা, কখনো শুকনো মুড়ি, কখনো নকুলদানা খাইয়েছে! শেষদিন সাধুবাবা আমায় বলেছে একজন আসছে সাধুবাবার কাআছে, তাকে তার কাছে নাকি কাছে আসতেই হবে! সে এলেই নাকি সাধুবাবার মুক্তি হবে চিরতরে! আর ওনার বিন্দু মায়েরও নাকি গতি হবে! কি জানি বাবা কার আসার কথা বলছেন এই সাধুবাবা! এই প্রসংগে তোকে বলি, সাধুবাবার সেই যোগিনী বিন্দুবালাকে আমি দেখেছি রে! বয়েস ত দেখে মনে হয় ৩০-৩২ এর বেশি হবেনা! অসামান্য রুপসী! একটু ভারী শরীর, মুখে হাসি লেগেই আছে! জিজ্ঞেস করেছিলাম কদ্দিন আছে সাধুবাবার সাথে, সাধুবাবার সাথে দুর্গম জায়গায় ঘুরে বেড়াতে তার ভয় করেনা?- এইসব।

জবাবে কি বলে জানিস? বলে আমায় নিজেকে রক্ষা করার সব শিক্ষা আমায় বাবা দিয়েছেন, আমি কাউকে ডরাই না! যাই হোক, অনেক বলা কওয়াতেও সেই সাধুবাবা কিন্তু আর আমার বাসায় আসতে রাজী হলোনা! খালি হাসে আর বলে, এই যাবো, ঠিক যাবো! কিন্তু আসে আর না! ইচ্ছে হয় মানুষটার সেবা করি, একটু যত্ন করি! শরীরের যা হাল ওনার, বেশিদিন মনে হয় আর বাঁচবে না রে! কিন্তু কে শোনে কার কথা! বিন্দুবালাকে বলতে সে বলে বাবা মাটির থেকে জন্মেছে, মাটিতেই শেষমেষ মিশে যাবে! আপনি, আমি কিই বা করতে পারি?!
[+] 6 users Like Podbilasi's post
Like Reply


Messages In This Thread
রামচরন গাথা - by Podbilasi - 30-12-2020, 08:11 PM
রামচরন গাথা - by Podbilasi - 30-12-2020, 08:14 PM
RE: রামচরন গাথা - by 212121 - 25-05-2024, 05:33 PM
রামচরন গাথা - by Podbilasi - 30-12-2020, 08:15 PM
রামচরন গাথা - by Podbilasi - 30-12-2020, 08:16 PM
রামচরন গাথা - by Podbilasi - 30-12-2020, 08:17 PM
রামচরন গাথা - by Podbilasi - 30-12-2020, 08:18 PM
RE: রামচরন গাথা - by devdas - 30-12-2020, 09:06 PM
RE: রামচরন গাথা - by Rajumz - 30-12-2020, 11:15 PM
RE: রামচরন গাথা - by Rajumz - 30-12-2020, 11:17 PM
RE: রামচরন গাথা - by ronylol - 31-12-2020, 12:37 AM
রামচরন গাথা - by Podbilasi - 31-12-2020, 03:43 PM
রামচরন গাথা - by Podbilasi - 31-12-2020, 03:48 PM
রামচরন গাথা - by Podbilasi - 31-12-2020, 04:01 PM
RE: রামচরন গাথা - by ronylol - 31-12-2020, 05:54 PM
রামচরন গাথা - by Podbilasi - 31-12-2020, 07:22 PM
RE: রামচরন গাথা - by ronylol - 31-12-2020, 10:05 PM
RE: রামচরন গাথা - by Krisna09 - 01-01-2021, 01:58 AM
RE: রামচরন গাথা - by gud vara - 01-01-2021, 10:18 AM
RE: রামচরন গাথা - by devdas - 01-01-2021, 12:52 PM
রামচরন গাথা - by Podbilasi - 01-01-2021, 03:58 PM
RE: রামচরন গাথা - by htans001 - 01-01-2021, 04:28 PM
RE: রামচরন গাথা - by devdas - 01-01-2021, 05:48 PM
RE: রামচরন গাথা - by devdas - 01-01-2021, 05:48 PM
RE: রামচরন গাথা - by ronylol - 01-01-2021, 06:06 PM
RE: রামচরন গাথা - by incboy29 - 01-01-2021, 06:08 PM
রামচরন গাথা - by Podbilasi - 01-01-2021, 07:15 PM
RE: রামচরন গাথা - by Chunilal - 01-01-2021, 09:58 PM
RE: রামচরন গাথা - by kunalabc - 01-01-2021, 07:59 PM
RE: রামচরন গাথা - by incboy29 - 02-01-2021, 08:07 AM
RE: রামচরন গাথা - by mat129 - 02-01-2021, 05:26 PM
RE: রামচরন গাথা - by Rajumz - 05-01-2021, 08:23 AM
RE: রামচরন গাথা - by ronylol - 05-01-2021, 01:00 PM
RE: রামচরন গাথা - by Rajumz - 08-01-2021, 07:50 AM
RE: রামচরন গাথা - by incboy29 - 12-01-2021, 02:18 PM
রামচরন গাথা - by Podbilasi - 14-01-2021, 05:08 PM
RE: রামচরন গাথা - by Rajumz - 14-01-2021, 08:37 PM
RE: রামচরন গাথা - by devdas - 14-01-2021, 10:07 PM
RE: রামচরন গাথা - by kunalabc - 14-01-2021, 10:29 PM
RE: রামচরন গাথা - by kunalabc - 14-01-2021, 10:29 PM
RE: রামচরন গাথা - by ronylol - 14-01-2021, 10:38 PM
RE: রামচরন গাথা - by Mr.Wafer - 15-01-2021, 03:27 PM
RE: রামচরন গাথা - by incboy29 - 18-01-2021, 02:21 PM
RE: রামচরন গাথা - by modhon - 27-01-2021, 01:19 AM
RE: রামচরন গাথা - by modhon - 27-01-2021, 01:21 AM
RE: রামচরন গাথা - by incboy29 - 02-03-2021, 06:25 AM
RE: রামচরন গাথা - by incboy29 - 23-09-2021, 07:30 AM
RE: রামচরন গাথা - by poka64 - 27-09-2021, 12:35 PM



Users browsing this thread: 1 Guest(s)