29-12-2020, 06:17 PM
(29-12-2020, 03:17 PM)Rajababubd Wrote: কি অদ্ভুত শুরু!!! যেনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া!!!
আপনার লেখার ধারটাই এমন। যদিও জ্ঞ্যানী নই তবুও বলি মেইনস্ট্রিম লেখাটাই আপনার আসল জায়গা। ভালো থাকুন আর ভালো লিখুন।
কিছু লেখা আছে যেগুলো পড়লে আসলে মনেই হয়না চটি পড়ছি। সেক্সটা সেখানে নেহাৎ প্রাসঙ্গিক। আপনি পড়তে আসলে বাধ্য করেন আপনার লেখনি দিয়ে। আর আছেন কিছু নমস্য লেখক যাদের কারনেই শত ব্যাস্ততার মধ্যেও, লুকোছাপা করে এই সাইটে আসা!!!
লুকিয়ে পরে চলে যাবেন না ! নিজেদের সময় অপচয় করে এখানে লিখতে আসি ! তার জন্য কোন পারিশ্রমিক কেউ দেয় না ! আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ দেয় ! লিখতে অনুপ্রেরনা দেয় ! তাই অনুরধ করবো ! চুপিচুপি পরে পালাবেন না ! কিছু না কিছু এখানে রেখে যান ! শুধু মাত্র আমার থ্রেডেই নয় আরও যারা লেখক এখানে লিখছেন তাদের থ্রেডেও ।।