29-12-2020, 03:04 PM
(28-12-2020, 10:58 PM)pinuram Wrote: না গো বন্ধুরা, এখন আর গল্প নয়, এখন আবার ফিরে যাবো মর্ত্যধামে। স্বর্গ রাজ্য থেকে যাওয়ার সময় হয়ে এসেছে! আবার কোন এক পথের বাঁকে দেখা হবে এই ভাবেই কোনদিন। হয়ত এক ফেরি ওয়ালা হয়েই ফিরব নতুন ঝুড়ি নিয়ে! চেঁচিয়ে ফিরব আপনাদের দ্বারে দ্বারে, "চাই নাকি ভাই নতুন গল্প, গল্প চাই গল্প। একদম হাত গরম গল্প। দাদারা দিদিরা, ভাইয়েরা বোনেরা, একবার দেখে যান। কিনতে পয়সা লাগে না।" কেউ কেউ কিনবে সাজিয়ে রাখবে, কেউ কেউ একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে চলে যাবে, কেউ কেউ দেখেও দেখবে না, কেউ কেউ কিনতে এসেও শুধু দরদাম করেই চলে যাবে, কেউ কেউ এড়িয়ে চলে যাবে এই পাগল ফেরিওয়ালা কে। ততদিনের জন্য চললাম মর্ত্যধামে একটু ঘুমের খোঁজে -- "সুপ্তির সন্ধানে" !!!!!
কী গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ ,
সমস্ত পৃথিবী । চলিতেছি যতদূর
শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর
‘ যেতে আমি দিব না তোমায় ‘ । ধরণীর
প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ততীর
ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে ,
‘ যেতে নাহি দিব । যেতে নাহি দিব । ‘ সবে
কহে ‘ যেতে নাহি দিব ‘ । তৃণ ক্ষুদ্র অতি
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী
কহিছেন প্রাণপণে ‘ যেতে নাহি দিব ‘ ।
আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব-নিব ,
আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে
কহিতেছে শত বার ‘ যেতে দিব না রে ‘ ।
এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে
সব চেয়ে পুরাতন কথা , সব চেয়ে
গভীর ক্রন্দন — ‘ যেতে নাহি দিব ‘ । হায় ,
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।
চলিতেছে এমনি অনাদি কাল হতে ।
প্রলয়সমুদ্রবাহী সৃজনের স্রোতে
প্রসারিত-ব্যগ্র-বাহু জ্বলন্ত-আঁখিতে
‘ দিব না দিব না যেতে ‘ ডাকিতে ডাকিতে
হু হু করে তীব্রবেগে চলে যায় সবে
পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে ।
সম্মুখ-ঊর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ
‘ দিব না দিব না যেতে ‘ — নাহি শুনে কেউ
নাহি কোনো সাড়া ।
যেতে নাহি দিব (কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর)