29-12-2020, 09:23 AM
।। ঝগড়া ।।
স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে যায়। স্বামী তবুও ইচ্ছেমতো স্ত্রী কে বকে গেলো। বকতে- বকতে একসময় স্বামী ও চুপ হয়ে যায়,। স্ত্রীর পাশে গিয়ে বসে, নিচু স্বরে স্ত্রী কে জিজ্ঞাসা করে ---- চুপ হয়ে গেছো কেন?
---- স্ত্রী তখন নিজের লাগেজ গুছাতে- গুছাতে বললো ---বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো তাই সে কথা রাখতে নিজেই নিশ্চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে প্রেয়সীর হাতটা ধরে বললো --- কোথায় যাচ্ছ তুমি?
--- বাপের বাড়ি যাচ্ছি।
স্বামী তখন গম্ভীর কন্ঠে বললো ---- বিয়ের রাতে আমাদের মাঝে এ ও কথা হয়েছে যে --- যতই মনোমালিন্য কিংবা জগড়া হোক না কেন, দিনশেষে রাতের আধারে তুমি ঠিকেই আমার বুকের বা পাশে মাথাটা রেখে ঘুমোবে। অতএব তোমার যদি সত্যিই কোথা ও যেতে ইচ্ছে করে আমাকে ছাড়া যে যেতে পারবেনা। তাই তুমি বসো আমি ও নিজের লাগেজটা গুছিয়ে নেই।
স্বামীর এমন কথা শুনে প্রেয়সীর মুখে সেই হাসিটা আবার উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো রকম ঝামেলার মাঝে ও দিপ্ত কন্ঠে বলতে বাধ্য করে --এইতো আমার সুখ, এই তো আমার মায়াজাল, এইতো আমার সংসার। ??
সংগৃহীত।
স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে যায়। স্বামী তবুও ইচ্ছেমতো স্ত্রী কে বকে গেলো। বকতে- বকতে একসময় স্বামী ও চুপ হয়ে যায়,। স্ত্রীর পাশে গিয়ে বসে, নিচু স্বরে স্ত্রী কে জিজ্ঞাসা করে ---- চুপ হয়ে গেছো কেন?
---- স্ত্রী তখন নিজের লাগেজ গুছাতে- গুছাতে বললো ---বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো তাই সে কথা রাখতে নিজেই নিশ্চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে প্রেয়সীর হাতটা ধরে বললো --- কোথায় যাচ্ছ তুমি?
--- বাপের বাড়ি যাচ্ছি।
স্বামী তখন গম্ভীর কন্ঠে বললো ---- বিয়ের রাতে আমাদের মাঝে এ ও কথা হয়েছে যে --- যতই মনোমালিন্য কিংবা জগড়া হোক না কেন, দিনশেষে রাতের আধারে তুমি ঠিকেই আমার বুকের বা পাশে মাথাটা রেখে ঘুমোবে। অতএব তোমার যদি সত্যিই কোথা ও যেতে ইচ্ছে করে আমাকে ছাড়া যে যেতে পারবেনা। তাই তুমি বসো আমি ও নিজের লাগেজটা গুছিয়ে নেই।
স্বামীর এমন কথা শুনে প্রেয়সীর মুখে সেই হাসিটা আবার উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো রকম ঝামেলার মাঝে ও দিপ্ত কন্ঠে বলতে বাধ্য করে --এইতো আমার সুখ, এই তো আমার মায়াজাল, এইতো আমার সংসার। ??
সংগৃহীত।