28-12-2020, 11:47 PM
(28-12-2020, 10:58 PM)pinuram Wrote: না গো বন্ধুরা, এখন আর গল্প নয়, এখন আবার ফিরে যাবো মর্ত্যধামে। স্বর্গ রাজ্য থেকে যাওয়ার সময় হয়ে এসেছে! আবার কোন এক পথের বাঁকে দেখা হবে এই ভাবেই কোনদিন। হয়ত এক ফেরি ওয়ালা হয়েই ফিরব নতুন ঝুড়ি নিয়ে! চেঁচিয়ে ফিরব আপনাদের দ্বারে দ্বারে, "চাই নাকি ভাই নতুন গল্প, গল্প চাই গল্প। একদম হাত গরম গল্প। দাদারা দিদিরা, ভাইয়েরা বোনেরা, একবার দেখে যান। কিনতে পয়সা লাগে না।" কেউ কেউ কিনবে সাজিয়ে রাখবে, কেউ কেউ একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে চলে যাবে, কেউ কেউ দেখেও দেখবে না, কেউ কেউ কিনতে এসেও শুধু দরদাম করেই চলে যাবে, কেউ কেউ এড়িয়ে চলে যাবে এই পাগল ফেরিওয়ালা কে। ততদিনের জন্য চললাম মর্ত্যধামে একটু ঘুমের খোঁজে -- "সুপ্তির সন্ধানে" !!!!!
এভাবে ইমোশনাল কথা বলে কেন হৃদয় ভারী করে দাও? এই গল্পওয়ালার গল্প তো মাথায় করে রাখবো, কেউ এড়িয়ে যাবে না !! অপেক্ষায় থাকবো নতুন গল্পের জন্য