28-12-2020, 06:24 PM
(28-12-2020, 06:13 PM)Nilpori Wrote: আজ ই শেষ করলাম।
অজস্র খন্ড ঘটনার দ্বিখন্ডিত জীবনের জলছবির রংমশাল এ বিভোর করে দিয়ে ছিলেন। আর চরিত্র গুলো র অসম্ভব মানসিক টানাপোড়েন এর স্বত্তাগত বাস্তবিক দ্বন্দ্ববোধ কে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যি ই এক জীবনবোধ এর দৃষ্টান্ত। আর যৌনতা কে যে ভাবে পরতে পরতে romance এর রসে চুবিয়ে, আবার দৈহিকতায় জারিয়ে উপস্থাপন করেছেন তা অনবদ্য।
তবে আশা রাখি এর পরে র গল্পর সূচনা করে রাখলেন ঝর্ণার ওই চিঠি র মাধ্যমে।
অপেক্ষায় থাকবো
আবার আসিও ফিরে,
কালি কলমের তীরে।
মিলন বিরহে,স্তব্ধতিমিরে,
উদিত রবির কিরণে।
অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য ! চেষ্টা করেছিলাম একটা জীবনী লিখতে ! কখন যে উপন্যাস হয়ে গেছে নিজেই জানতে পারিনি ! অনেক ভুল হয়ত আছে তবুও আপনারা নিজগুনে ক্ষমা করেছেন দেখে খুব ভালো লাগছে ! শুরু হয়ে গেছে ফেরারি ভালোবাসা আর আকুল পাথার ! আশা করি এই দুটি গল্পেও আপনার দামি মতামত পাবো !