28-12-2020, 04:08 PM
(27-12-2020, 08:41 PM)pinuram Wrote: হাজারো সাল জিয়ো যে কত বড় অভিশাপ সেটা বোঝেন, অমরত্ব সব থেকে বড় অভিশাপ! চোখের সামনে এক এক করে ভালোবাসার মানুষের মৃত্যু দেখা, পৃথিবীকে বদলে যেতে দেখা! এই হাতে মোবাইল আসার পর থেকে পৃথিবী খুব তাড়াতাড়ি বদলে গেছে, বিশেষ করে এন্ডড়োয়েড ফোন হাতে আসার পর থেকে! আগে ছিল চিঠি লেখা, এখন আর কেউ হাতে লেখে না কিছু! সাদা কাগজে লেবুর রস দিয়ে লেখা একটা ছোট চিঠি, সাধারন মানুষের চোখের আড়াল করে লেখা, সেই ছোট চিঠির যে কত মাধুর্য ছিল সেটা বলে ব্যাক্ত করা যায় না! যাই হোক এটা ত হটাত করে লিখতে গিয়ে মনের কথা বেড়িয়ে গেল! আসল কথা হচ্ছে চিঠি, হাতে লেখার মধ্যে একটা ভিন্ন জিনিস ছিল! ছিল একটা অপ্টিক্স নোটবুক, আজকাল কেউ ডায়রিও লেখে না! গল্প পড়ার সেই লোক নেই, সব কিছু আজ হাতের মুঠোতে। কিন্তু সেই হাতের মুঠো বলতে যা বোঝায় সেটা যত ছোট হচ্ছে তত যেন আমাদের জীবন সেই মুঠো থেকে ছলকে বেড়িয়ে যাচ্ছে! এক মুঠো বালি যদি আমরা মুঠো করে ধরি সেটা যেমন আঙ্গুলের ফাঁক বেয়ে ঝরে যায় ঠিক তেমন! পরের গল্প, দেখা যাক, এখুনি কথা দিতে কিছুই পারছি না !!!!!!কিসব লেখা শুরু করে দিয়েছো তুমি সবার মাঝে ....
এখনো বেঁচে আছি কোনোরকমে