Thread Rating:
  • 14 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সত্যি কি প্রেম ছিল by Aarushi
#9
আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি, ও অনেক শুকিয়ে গেছে। বাসবি ওকে জিজ্ঞেস করে---"কি হয়েছিল রে তোর, এতো দিন আসিস নি কেন?"


ঠোঁট উল্টে জবাব দিল শুভ্র---"জ্বর হয়েছিল আর কি।"

আমি রেগে গিয়ে জিজ্ঞেস করি---"একটা ফোন করার দরকার মনে করিসনি আমাকে?"

আমার দিকে ম্লান হাসি হেসে বলে---"ফোন তো তুইও করতে পারতিস, অহনা। তুই তো করিসনি। যাই হোক। আমি গেছিলাম একটু কাজে বাইরে, তার পরে সেখান থেকে ফিরে একদিন মায়াপুর যাই ঘুরতে।"

---"একা একা মায়াপুর?"

---"হ্যাঁ, একা একা মায়াপুর।"

---"একা ঘুরতে কারুর ভাল লাগে নাকি রে? তুই কেমন ছেলে?"

---"আমার একা একা ঘুরতে ভাল লাগে। তবে সেটা পরের ব্যাপার, মায়াপুর গিয়ে বৃষ্টি তে ভিজে আমার হল জ্বর, বাড়িতে একা তাই আর আসা হল না।"

---"বাড়িতে একা মানে, কাকু কাকিমা কোথায়?"

মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শুভ্র, চোখের কোলে এক চিলতে কালো মেঘ দেখে আমার বুক টা ধুকপুক করে ওঠে। আমি ওর পাশে এসে ওর হাতে হাত রেখে জিজ্ঞেস করি---"কি হয়েছে?"

একটা বড় নিঃশ্বাস নিয়ে আমার দিকে জল ভরা চোখে তাকায়, একটা ম্লান হাসি হেসে বলে---"ক্লাস শুরু হবে, চল বসি।"

আমি ওর হাত ধরে বাইরে তেনে নিয়ে যাই---"ক্লাস গেছে চুলোয়, আমি জানতে চাই আজ যে কে এই শুভ্র।"

আমি ওর হাতটা আমার মাথার ওপরে দিয়ে বলি---"বল না হলে আমি আর কোন দিন তোর সাথে কথা বলব না"

জোর করে ও হাতটা আমার মাথা থেকে সরিয়ে নিয়ে আমার দিকে তাকায়। চোয়াল দুটি শক্ত হয়ে ওঠে ওর। চোখ দুটি দিয়ে রাগ, দুঃখ, আগুন, ভেঙে পড়ার দাগ ফুটে ওঠে। চোখ দুটি লাল। আমার বুক দুটি কেঁপে ওঠে ওর মুখ দেখে। আমার দুই চোখে, জলে টলমল করতে থাকে, বুক কেঁপে ওঠে দুরুদুরু। একটা অজানা ভয় এবং শূন্যতা ভর করে আমার মাথার ওপরে। আমি এগিয়ে যাই ওর দিকে। মুখ টা উঁচু করে ওর জল ভরা দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি "কি"।

আড় চোখে তাকিয়ে দেখি, পরাশর, সুপর্ণা, পারমিতা, বাসবি আরও অনেকে আমাদের দিকে তাকিয়ে। আমার মাথায় যেন রক্তর বাণ ডেকেছে।

আমি ওর হাত ধরে কলেজ থেকে টেনে বার করে নিয়ে যাই। হাত ছাড়াতে চেষ্টা করে না, চুপ চাপ আমার পেছনে একটা পোষা গারুর মতন হেঁটে আসে।

আমি ওকে জিজ্ঞেস করি---"কোথায় যাবি?"

---"কোথাও না।"

দুই জনে পাশাপাশি হাঁটতে থাকি, চুপচাপ, কারুর মুখ দিয়ে কোন আওয়াজ নেই।

ও কিছুক্ষণ পরে বলে ওঠে---"আমার মা নেই, অনেক দিন আগে মারা গেছেন। পাঁচ বছর আগে বাবা আবার বিয়ে করেন। তিনি এবং আমার নতুন মা, তারা আলাদা থাকেন, আলাদা সংসার। আমি তাদের সাথে থাকতে চাইনি। আমি একা থাকি, আমার মায়ের নামে দাদু একটা বাড়ি দিয়েছিল সেখানে। বাবা তার নতুন সংসার নিয়ে, অফিস নিয়ে ব্যাস্ত, আমাকে সময় দেবে কোথা থেকে। ছোটো বেলা থেকে হস্টেলে মানুষ। কারুর তো ভালবাসা কোন দিন পাইনি। তাই আমার এই অবস্থা।"

আমার পা দুটো যেন কেউ পেরেক দিয়ে পিচের রাস্তার ওপরে গেঁথে দিল। আমি থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। হাতের তালু মুঠি হয়ে আমার অজান্তেই আমার বুকের মাঝে জড় হয়ে আসে, বুক কেঁপে ওঠে। মনে হয় যেন এই বুঝি ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পরবে রাস্তায়। আমি ওর দিকে তাকিয়ে থাকি এক দৃষ্ট, আমি চোখের পলক ফেলতে ভুলে যাই। আমার গাল বেয়ে টপ টপ করে জল ঝরতে থাকে। "কি বলছিস তুই?" 

আমার থেমে যাওয়া দেখে ও দাঁড়িয়ে পরে, আমার দিকে তাকিয়ে হালকা করে মাথা নাড়ায় "আমি সত্যি বলছি।"

মনে হয়েছিল সেই দিন, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি ওকে। রাস্তার মানুষ জন দেখে সেই দিন পারিনি।

তার আর পর নেই, নেই কোন ঠিকানা। আমি বাসবি আর শুভ্র, তিন জন বেশ ভাল বন্ধু হয়ে যাই। 

আমার জন্মদিন ছিল, সেপ্টেম্বর মাসে। আমি তার আগের দিন ওকে জিজ্ঞেস করি---"কি রে রাতে উইশ করছিস?"

হেসে উরিয়ে দেয় আমার কথা---"ধুর ঐ সব তো প্রেমিক প্রেমিকারা করে।"
Like Reply


Messages In This Thread
RE: সত্যি কি প্রেম ছিল by Aarushi - by Mr Fantastic - 28-12-2020, 12:38 PM



Users browsing this thread: 1 Guest(s)