27-12-2020, 09:26 PM
(26-12-2020, 09:02 PM)TumiJeAmar Wrote: আমি স্বপন, যে এই কাহিনী লিখেছি।
এর পরের ঘটনা অনেকটাই আমার লেখা সুনীতা মাতা গল্পের মত। শুধু সত্যি জীবনে সুনীতা হারিয়ে গিয়েছে।
এখন লেখা প্রায় ছেড়েই দিয়েছি।
আপনার কি কি প্রশ্ন আছে বলুন। সাধ্য মত উত্তর দেবো।
আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সেই সাথে সম্মানীতও। আপনার মতো একজন মহান লেখক আমার মতো নগণ্য একজন পাঠকের করা মন্তব্যের রিপ্লাই দিয়েছেন, ভাবতেই বেশ পুলক অনুভব করছি। আপনার লেখা গল্পের বিষয়ে আমার থাকা সব প্রশ্ন আপনার উপস্থিতির কল্যাণে এখন হারিয়ে গেছে। আপনি ভালো আছেন, সূস্থ্য আছেন সেটি জানার পর ভালো লাগায় মন ভরে গেছে। আবেগে হারিয়ে গেছে সব প্রশ্ন। শুধু একটা আগ্রহই বার বার করে মনের ভিতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। আর সেটি হলো, এখন আর কেনো লিখছেন না !!
জীবন তো থেমে থাকেনি। এই গল্প তো চলমান জীবনেরই একটা অংশ। জীবন যেমন বহতা নদীর মতো বয়ে চলেছে, তেমনি জীবন চলার সেই পথের বাঁকে বাঁকে প্রতিনিয়ত তৈরী হচ্ছে জীবনের গল্প। সে গল্প কিংবা গল্পাংশ নিয়ে কেনো আজ আর আমাদের সাথে একাত্ন হচ্ছেন না ? জানি, জীবন শুরুর গল্প আর জীবন সায়াহ্নের গল্প এক নয়। তবে ধারা যদি বজায় থাকে, তবে জীবনের গল্প চলতেই থাকে, যতোদিন দেহে প্রাণ থাকে।
অনুরোধ রইলো, নিয়মিতভাবে না হলেও মাঝে মধ্যে সেই জীবনের গল্প যেনো আমাদের সাথে শেয়ার করেন। সেই সাথে অতীত জীবনের কিছু স্মৃতি...
ভালো থাকবেন সব সময় যেকোনো পরিস্থিতি আর পরিবেশে সেই শুভকামনা রইলো...