27-12-2020, 08:32 PM
(27-12-2020, 12:55 PM)Baban Wrote: ছিলাম, আছি, থাকবো ❤
আমিও এই কথাটা লিখবো ভেবেছিলাম. আগে একজন মাম্মা মাম্মা করে ঘর মাতিয়ে রাখতো এবারে এলো নতুন একজন. যে ঠাম্মা ঠাম্মা করে ঘর মাতিয়ে রাখবে. সবার মন ভোরে উঠবে ওই নিষ্পাপ মুখ দেখে.
তবে...এবারে রিশু বুঝবে নারীর আসল সম্মান কি. তার যোগ্য সম্মান কি. এতদিন সে পুরুষ ছিল যে নারীর সন্তান ছিল, দাদা ছিল, প্রেমিক ছিল, স্বামী ছিল. এবারে সে এক নারীর পিতা. আমি বলছিনা যে সে আগে নারীর সম্মান করতোনা.. অবশ্যই করতো কিন্তু আমি কি বলতে চাইছি সেটা সবাই নিশ্চই বুঝবেন.
শুরুতে এটি শুধুই একটি গল্প ছিল আমাদের কাছে. কিন্তু যত এগোতে লাগলো ততো জড়িয়ে পড়তে লাগলাম সব চরিত্রের সাথে. তাদের ঠিক ভুল আনন্দ দুঃখ পড়ে আমরাও দুঃখ পেয়েছি আনন্দ পেয়েছি রাগ করেছি আবার ক্ষমাও করেছি. আর শেষে যখন নতুন চরিত্র এলো... ওই ছোট্ট পুচকের মুখটা কল্পনা করেও আনন্দ পেয়েছি.
এবার অপেক্ষা নতুন চরিত্রদের সাথে পরিচিত হবার জন্য❤❤
হ্যাঁ এবারে রিশুর এক নতুন যাত্রা শুরু !!!!