27-12-2020, 08:22 AM
(26-12-2020, 06:47 PM)Mr Fantastic Wrote: আমার ক্ষুদ্র মস্তিষ্কের শব্দভাণ্ডারে যতো বিশেষণ আছে তার সব একত্রিত করলেও প্রশংসার জন্য যথেষ্ট নয়, তাও "অ-সাধারণ" তকমাটা এই গল্পের সাথে নির্দ্বিধায় জুড়ে দেওয়া যায় আবারও অপরূপ লেখনশৈলী দিয়ে আমাদের মন্ত্রমুগ্ধ করে দিল পিনুদা পিনুরামের কলমের সুরের মূর্ছনায় আমরা বিমোহিত । গল্প পড়তে পড়তে কাহিনীর মধ্যে হারিয়ে ফেলেছিলাম নিজেকে।
রিতিকার কথা রিশুকে ভালো ভাবে নাড়িয়ে দিয়ে গেছে। দুই প্রেমিক যুগল নিজেদের ইগো, মান-অভিমানকে দূরে ঠেলে ভালোবাসার টানে অতঃপর কাছাকাছি এলো পরস্পরের আর ঝিনুক তো একদম আমার পুচ্চির মতো গো, মিষ্টি প্রেয়সীর অভিমান-রাগটা একটু বেশি, কিন্তু রাগ পড়ে যেতে বেশি সময় লাগে না ! অন্তিম পর্বে সব চরিত্ররা এক জায়গায় মিলিত হলো, খুব ভালো লাগলো সবাইকে এভাবে দেখে। আচ্ছা চন্দ্রিকাও কি ওদের একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারতো না ? এবার শুরু রিশু-ঝিনুকের জীবনের দ্বিতীয় অধ্যায় ! শেষের পাতায় শুরু !
( তবে খারাপও লাগছে খুব। ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে যেমন মন খারাপ হয়, সেরকম হচ্ছে। আর রাত জেগে খেলা দেখা হবে না - আর রিশু ঝিনুকের দুষ্টু মিষ্টি প্রেম দেখা যাবে না, ওদের খুনসুটি ভীষণ ভাবেই মিস করবো )
আচ্ছা চন্দ্রিকাও কি ওদের একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারতো না ? -- আচ্ছা তোমার কোলে এখন পুচ্চি আছে তাই না? তুমি কি এখন তোমার ওই শাকচুন্নির পেছনে যাবে? যদিও এখানে ব্যাপারটা অনেক আলাদা জানি, চন্দ্রিকা নিশ্চয় ভালবাসত রিশুকে তাই তো বিয়ের এক সপ্তাহ আগেও রিশুকে চিঠি লিখেছিল তবে কি জানো, পুরানো প্রেম এইভাবে চোখের সামনে এলে তখন আর নিজেকে সামলানো যায় না! হয়ত এরা সবাই যখন বুড়ো হবে তখন হয়ত কোন এক পথের বাঁকে আবার এদের দেখা হবে! তখন ঝিনুক হয়ত মিষ্টি করে বলবে, ওই দেখো তোমার গার্লফ্রেন্ড !!!!!!