27-12-2020, 07:59 AM
(26-12-2020, 04:49 AM)Buro_Modon Wrote: না মানে এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম নিজের অজান্তেই রিশু ঝিনুকের সংসারে এর একজন (শুভাকাঙ্ক্ষী) হয়ে উঠেছিলাম এখনও হয়তো কিছুদিন এই ঘোর কাটতে লাগবে । ফোন হতে নিয়ে চাতক পাখির ন্যায় অপেক্ষায় থাকতাম কখন পরবর্তি পোষ্ট আসবে, নাহ আজ সেই অপেক্ষা এর অবসান ঘটলো ।
কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, অন্তিম পর্বের মধুরেনো সমাপয়েত দেখে ভালই লাগলো ।
আর লেখা নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, তবে এটাই বলবো ২৫ সে ডিসেম্বর এর এটা বোনাস পাওনা একদিকে গল্পের অন্তিম চরণে সুখকর পরিসমাপ্তি দেখে আনন্দ হলেও গল্প শেষ হওয়ায় দুঃখও হচ্ছে ।
হয়তো অচিরেই নতুন বছরে পিনুদার কাছে নতুন গল্প উপহার হিসাবে পাব ।২০২০ এর বিশাদঘন বছরএর শেষ লগ্নে তোমার সুন্দর উপহার কিছুটা হলেও কষ্ট লাঘব করেছে ।
শেষে টেনিদার কথায় "দি লা গ্রন্দে মেফিস্তফিলিশ ইয়াক ইয়াক"
শুরু হলে একদিন শেষ ও হবে, এটাই জীবনের নিয়ম! জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে! নদী পাহার বেয়ে নেমেছে অবশেষে অনেক বাঁক পেরিয়ে অনেক পাথরে ধাক্কা খেয়ে অবশেষে সাগরে মিলেছে! এবারে এই মুক্তো শুরু করবে অন্য এক কাহিনী! তবে মুক্তো এখন খুব ছোট, সবে জন্মেছে। ওকে একটু খেলাধুলা করতে দিন, বড় হতে দিন! ততদিন যদি বেঁচে থাকি তাহলে আবার ওর গল্প নিয়ে আসব !!!!!