26-12-2020, 11:39 PM
দাদা, গুরু তার ঝিনুকের গল্প শেষ করে দিয়েছেন বলে আপনিও ঝর্ণার বয়ে চলা থামিয়ে দিলেন? অথচ সুনন্দ আইপিল কিনে দেয়ার পরও ঝর্ণা তা না খেয়ে নিজের জঠরে সুনন্দর ভবিষ্যৎকে বয়ে নিয়ে পেল কি এইভাবে শেষ করে দেবার জন্য? এরপর ঝর্ণার আর কী হলো সেটি তো বলে যাবেন নাকি?
নাকি সেটা বলবেন নতুন আরেক গল্পের পাতায়?
নাকি সেটা বলবেন নতুন আরেক গল্পের পাতায়?