26-12-2020, 07:58 PM
(26-12-2020, 05:48 PM)Mr Fantastic Wrote: দুর্দান্ত ভালো লাগল ! অনেক কিছু শিখিয়ে দিল এই গল্পটা জেট যুগের ইঁদুর দৌড়ে নেমে মানুষের মন থেকে ভালোবাসাটাই হারিয়ে যায় অনেকের। অনির্বানেরও তাই হয়েছিল। কিন্তু everybody needs a second chance, অনির্বাণ উপলব্ধি করতে পেরেছে যে জীবনে টাকা, যশ-খ্যাতিই সব নয়। বেঁচে থাকার জন্য সবার আগে চাই ভালোবাসার নির্ভরতা, বুঝেছে অঞ্জলী ছাড়া ও অচল। অপরদিকে অনির্বাণকে ছাড়া অঞ্জলীও এতদিন পালবিহীন তরীর মতো নিঃস্ব জীবন কাটিয়েছে, তাও দুজনে আশা ছাড়ে নি, মনের কোনো গভীর কোনায় হয়তো একচিলতে আশা ছিল দুজনেরই। যেভাবে ওদের পুনরায় সব রাগ অভিমান ভুলে মিল দেখিয়েছো, দূরত্ব ঘুচিয়ে পরস্পরের কাছে এনেছো, সেটা অনবদ্য লাগল
(দেরিতে মন্তব্য করার জন্য দুঃখিত, সুযোগ হয়নি সাইটে আসার )
ওটা জেট যুগের ইঁদুর দৌর হবে না ! ওটা হবে ইঁদুর যুগের জেট দৌর !