26-12-2020, 05:36 PM
অবশেষে এক সুদীর্ঘ পথ চলার অবসান হলো। কিন্তু কাহিনী যে শেষ হয়েও শেষ হলো না। সুনন্দর এরপর কি হলো, ঝর্ণার সাথে আবারও দেখা হয়েছে কিনা এই প্রশ্নগুলো রয়ে গেল। আশা করি পরের গল্পে সুনন্দর সেকেন্ড ইনিংস নিয়ে আলোকপাত করবে শেষ পর্বটা অসাধারণ, পুরো মুগ্ধ করে দিল।