26-12-2020, 11:21 AM
(25-12-2020, 07:35 PM)Kolir kesto Wrote: আর শেষ পরিনিতি টা কেমন হয়েছে বলতে পারবো না করাণ আমি যে ঘটনার জাল বুনেছিলাম সেই হিসাবে শুধু শেষ করেছি।
হা অনেকে ভেবে রেখেছিল অঞ্জলী আর অমিতের মিলন হবে। কিন্তু আমার মনে হয়েছে যারা ত্যাগী তাদের জীবনটা ত্যাগ আর পরিক্ষার ভিতর দিয়েয় যায় । যেটা অঞ্জলী করে গেছে। তবুও পরিনিতিটা কেমন হলে ভালো হতো, যদি সময় হয় কষ্ট করে দু লাইন লিখেন। ধন্যবাদ
ই দাদা, ভয় দিচ্ছেন কিনো?
উপন্যাসের শেষের পাতা তো এমনই হয়, বিশেষ করে থ্রিলার গুলো। সেগুলো কখনোই মন মতো শেষ পাওয়া যায়না। একটু পড়লে একবার মনে হবে এটা শেষ তো এমন হবে, পরের অংশেই ধারণা বদলে যায়। আবার ফিনিশিং লাইনের আগে এক, ফিনিশিং টা ভিন্য।
এই সব মিলিয়েই তো থ্রিলার গুলো এতো টুইস্ট পাওয়া যায়।
আপনার লেখাটাও অসাধারণ হয়েছে। আমি মুন দার পুরানো পাঠক হয় শুধু ওগুলো বলছি।
আর পাঠক দের কাছে মন্তব্য না পেয়ে প্লিজ লিখা থামাবেন না। আমিও গুপ্ত পাঠক ছিলাম এক্সবি তে থাকা সময় থেকেই। এখানেও একই। এই কদিন হলো বুঝতে শিখেছি- একটু উৎসাহ ভালো কিছু এনে দিতে পারে।
এখন থেকে পাশে পাবেন,, ভালো গল্প যারা লেখে সবাইকেই সমর্থন দিয়ে যাবো।
লেখা চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা রইলো