26-12-2020, 09:00 AM
Hats Off, পিনুদা| অসাধারণ|আমি আপনার গল্পের একজন নীরব পাঠক|আপনার মোটামুটি সব গল্পগুলো আমি পড়েছি|আমার মত নীরব এবং সরব পাঠকদের তরফ থেকে একটা অনুরোধ আছে যে আপনি প্লীজ "dawn at midnight" এইটার বাংলা উপন্ন্যাস কম্প্লিট করে দিন| আপনি শুচিস্মিতাকে যে জায়গায় এনে দিয়েছেন সেই জায়গার পর অভির সঙ্গে মিলন একমাত্র আপনিই করতে পারবেন|শুচিস্মিতার বিয়ের পরের যে অবস্থা হতে পারে সেটার বর্ণনা আপনি ছাড়া কেউ দিতে পারবেন না| সেই জন্য আপনাকে অনুরোধ যে প্লীজ ওই গল্প কম্প্লিট করে দিন| আমি আগে একবার ভেবেছিলাম এটা লেখার জন্য কিন্তু মাঝখানে একজন আমার মত নীরব পাঠক আপনার কাছে যে রকম ঝাড় খেয়েছিলেন, তা দেখে তখন আর আমার সাহস হয় নি কোনও কমেন্ট করার|কিছু মনে করবেন না দাদা, আপনি প্লীজ ওই উপন্ন্যাস তা কম্প্লিট করে দিন|সেটা বোধহয় আমার মত সমস্ত নীরব এবং সরব পাঠকরাও চাইছেন|প্লীজ দাদা|