25-12-2020, 10:50 PM
শেষের খেলা তাহলে শুরু হতে যাচ্ছে। মানুষের জীবন যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তাদের মধ্যে মরিয়াভাব জেগে উঠে। শেষ পর্যন্ত রাজীবদের চক্রান্ত বুঝতে পারয় শান্তা একটা ঝুকিঁ নিতে চলেছে। এটার ফল খুব কঠিন কিন্তু ফয়সালের জন্য সেটা করতেই হবে। দেখা যাক শান্তা কিভাবে সেটা করে। শান্তা এরমধ্যে অনেকের সাথেই জড়িয়ে গেছে। তাই রাজীবদের হাত থেকে নিজেসহ পরিবারকে রক্ষা করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। নাজিমতো এরমধ্যেই ওর মুহুর্তগুলো ভিডিও করে নিয়েছে। সম্ভব হবে কিনা জানিনা তবে আমি চাই ফয়সালকে নিয়ে শান্তা নতুন জীবন শুরু করুক।